For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুখবর! লোকসভার আগেই বাড়ছে বেতন, শিক্ষা মহলে খুশির হাওয়া বইয়ে দিলেন মন্ত্রী

চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন আগেই বেড়েছিল। এবার শিক্ষাবন্ধু ও শিক্ষাকর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

  • |
Google Oneindia Bengali News

চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন আগেই বেড়েছিল। এবার শিক্ষাবন্ধু ও শিক্ষাকর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন, শিক্ষাবন্ধু ও সর্বশিক্ষা মিশন-সহ বিভিন্ন প্রকল্পে কর্মরত শিক্ষাকর্মীদের বেতন একধাক্কায় বাড়ল অনেকটাই। লোকসভার আগে রাজ্যের এই সিদ্ধান্তে খুশি কর্মীরা।

সুখবর! লোকসভার আগেই বাড়ছে বেতন

শিক্ষাবন্ধুদের বেতন ছিল ৫ হাজার ৯৯৪ টাকা। তা বেড়ে হচ্ছে ৮ হাজার ৩৯২ টাকা। আর সর্বশিক্ষা মিশন-সহ বিভিন্ন প্রকল্পে কর্মরত শিক্ষাকর্মীদের বেতন বাড়ছে ৪০ শতাংশ। সোমবার সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, অ-শিক্ষক কর্মী ও চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছিল আগেই।

তিনি জানান, এবার ৩ হাজার ৯৩২ শিক্ষাবন্ধু এবং এসপিডি, এসআই ও জেলায় জেলায় কর্মরত এমন ২ হাজার ৪৬২ জনেরও বেতন বাড়ানো হল। এর আগে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক মিলিয়ে রাজ্যের ৫১ হাজার ৫৮৩ জন পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি করা হয়েছে। বেতন বাড়ানো হয়েছে স্পেশাল এডুকেটর ও চুক্তিভিত্তিক কর্মীদেরও।

এদিন পাস-ফেল চালু নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সিদ্ধান্ত নিলেও তা কার্যকর করা এখনই সম্ভব হচ্ছে না। সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব ২০২০ থেকে। তিনি স্পষ্টতই বলে দেন, রাজ্য পাস-ফেল প্রথার বিরুদ্ধে নয়। কিন্তু ২০১৯ শিক্ষাবর্ষে তা চালু করা অসম্ভব ছিল। ইন্টার্ন শিক্ষক কীভাবে নিয়োগ করা হবে, তা নিয়ে আলোচনা চলছে।

English summary
The salary of education workers is hiked in West Bengal. Education Minister Partha Chatterjee announce the decision.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X