For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রকাশ্যে এল টালা ব্রিজের নতুন মডেল

  • By Aveek
  • |
Google Oneindia Bengali News

প্রকাশ্যে এল পূর্ত দফতরের তৈরি টালা ব্রিজের নতুন মডেল। তবে পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে এটি একটি প্রাথমিক একটি মডেল তৈরি হয়েছে। কলকাতা পুরসভার একাধিক জলের পাইপ এই ব্রিজ এর নিচ দিয়ে রয়েছে। টালা ব্রিজ ভাঙা হলে গোটা কলকাতার জল সরবরাহকারী পাইপ লাইনগুলি কোথায় সরানো হবে সেটাই চিন্তার বিষয়। তাই জল সরবরাহের আধিকারিকদের সাথে এই নিয়ে আলোচনা করে ফাইনাল নকশা হবে।

প্রকাশ্যে এল টালা ব্রিজের নতুন মডেল

বৃহস্পতিবার টালা ব্রিজের এই প্রাথমিক নকশা রেল দফতর পাঠানো হয়েছে রাজ্যের তরফে। এদিন একটি চিঠিও পাঠিয়েছে রাজ্য সরকার। চিঠিতে বলা হয়েছে, যত দ্রুত সম্ভব টালা ব্রিজ ভাঙার কাজ শুরু করতে হবে। এ ক্ষেত্রে ডিসেম্বর মাস থেকেই শুরু হতে পারে ভাঙা ভাঙ্গীর কাজ। রেল লাইনের ওপরের অংশে রয়েছে মোট ৯টি স্প্যান এবং এই অংশের স্প্যান ভাঙার পুরো কাজটিই করবে রেল কর্তৃপক্ষ।

পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, নয়া মডেল অনুযায়ী ঢালাই নয়, অত্যাধুনিক পদ্ধতিতে দুটি পিলারের ওপরেই দাঁড়িয়ে থাকবে নব নির্মিত টালা ব্রিজ। পুরনো টালা ব্রিজ তৈরি করা হয়েছিল ঢালাই করে, তবে নতুন মডেল অনুযায়ী কেবল স্টেইড ব্রিজের আদলে অর্থাৎ পিলার দিয়েই তৈরি হবে টালা ব্রিজ।

উল্লেখ্য, টালা ব্রিজের টালবাহানা বহুদিনের। পুজোর আগেই টালা ব্রিজের স্বাস্থ্যপরীক্ষা করে রাইটস জানিয়ে দেয় যান চলাচলের জন্য ব্রিজের অবস্থা একেবারেই ঠিক নেই। দ্রুত এই ভঙ্গপ্রয় ব্রিজ ভেঙে তা গড়তে হবে নতুন করে। সেই ব্রিজের উপর যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়ও রাইটসের তরফে। বৃহস্পতিবার টালা ব্রিজের নয়া মডেলের ছবি প্রকাশ্যে আসতে খুশি সব মহলে। এখন পুরনো ব্রিজটি কবে থেকে ভাঙার কাজ শুরু হবে তারই অপেক্ষা। অন্যদিকে আগামী ২৮ তারিখেই টালা ব্রিজ পরিদর্শনে যাচ্ছে রেল এবং পূর্ত দফতর।

English summary
Tala bridge new model unveiled
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X