For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার ইশারায় মহিলা বিধায়করা হেনস্থা করেছেন ধনখড়কে! রাজ্যপালের ভাষণে না থাকা বিষয় নিয়ে বিস্ফোরক শুভেন্দু

বাজেট অধিবেশনের প্রথম দিনে বিধানসভায় (assembly) বিজেপি (bjp) বিধায়কদের প্রবল বিক্ষোভ। রাজ্যপাল ধনখড়ের (Jagdeep Dhankhar) ভাষণে সাম্প্রতিক ঘটনা স্থান না পাওয়ার অভিযোগেই এই বিক্ষোভ বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্

Google Oneindia Bengali News

বাজেট অধিবেশনের প্রথম দিনে বিধানসভায় (assembly) বিজেপি (bjp) বিধায়কদের প্রবল বিক্ষোভ। রাজ্যপাল ধনখড়ের (Jagdeep Dhankhar) ভাষণে সাম্প্রতিক ঘটনা স্থান না পাওয়ার অভিযোগেই এই বিক্ষোভ বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অন্যদিকে বিধানসভায় মধ্যেই দুই মন্ত্রী-সহ তৃণমূলের একাধিক মহিলা বিধায়ক রাজ্যপালকে হেনস্থা করেছেন বলে অভিযোগ করে পুরো ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দায়ী করেছেন তিনি।

রাজ্যপালের বক্তৃতার কপি দেখার পরে প্রতিবাদ

রাজ্যপালের বক্তৃতার কপি দেখার পরে প্রতিবাদ

এদিন শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, কোনও আলোচনা মানে না তৃণমূল কংগ্রেস। বিধানসভায় একমাত্র বিরোধী বিজেপি, সেই কারণে রাজ্যপালের বক্তৃতার কপি দেখার পরে বিজেপি বিধায়করা বিধানসভায় ওয়েলে নেমে প্রতিবাদ জানান। তিনি বলেছেন, বিজেপি রাজ্যপালের প্রতি শ্রদ্ধাশীল। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে যা চেয়েছেন, তাই রাজ্যপালকে পড়ানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

রাজ্যপালের ভাষণে নেই অনেক কিছুই

রাজ্যপালের ভাষণে নেই অনেক কিছুই

রাজ্যের তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে শুভেন্দু অধিকারী এদিন বলেন, রাজ্যপালে বক্তৃতার কপিতে নেই ভোটলুটের কথা। সেখানে নেই কর্মসংস্থান এবং জমি নীতির কথাও। ৩ মাস পর পর কেন রাজ্য সরকারকে বড় অঙ্কের ঋণ নিতে হচ্ছে তারও উল্লেখ নেই। অবসরপ্রাপ্তদের নিয়ে কোনও দিশা নেই। চুক্তিবদ্ধদের সম কাজে সম বেতনের বিষয়ে কোনও দিশা নেই। রাজ্যপালের বাজেট বক্তৃতা বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও অভিযোগ করেছেন তিনি।

পুরভোটে হিংসার অভিযোগেও সরব

পুরভোটে হিংসার অভিযোগেও সরব

এদিন বিরোধী দলনেতা বলেছেন, বিজেপির বিধায়করা সাম্প্রতিক পুর নির্বাচনে তৃণমূলের হিংসা নিয়ে সরব হয়েছিলেন। তাঁর অভিযোগ, পুলিশকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস ডিসেম্বরে কলকাতা এবং ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ টি পুরসভায় ভোট লুট করেছে। তিনি বলেছেন, সল্টলেকে স্বর্গীয় দ্বিজেন মুখোপাধ্যায় এবং খড়দহে তৃণমূলের প্রাক্তন পুর চেয়ারম্যান স্বর্গীয় তাপস পালও ভোট দিয়েছেন। ভোটে গুণ্ডা সরবরাহ করেছে সওকত মোল্লা, জাহাঙ্গির খান, অনুব্রত মণ্ডলের মতো নেতারা। কোন্ননগরে বিজেপি প্রাক্তন সহ সভাপতি কৃষ্ণা ভট্টাচার্যের ওপরে আক্রমণের কথাও উল্লেখ করেন এদিন। শুভেন্দু অধিকারী বলেন, এই ভোট মানেন না।

রাজ্যপালকে হেনস্থায় তৃণমূলের মহিলা বিধায়করা

রাজ্যপালকে হেনস্থায় তৃণমূলের মহিলা বিধায়করা

শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন বিধানসভার মধ্যে রাজ্যপাল জগদীপ ধনখড়কে হেনস্থা করেছেন তৃণমূলের মহিলা বিধায়করা। যার সামনের সারিতে ছিলেন শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্যের মতো রাজ্যের দুই মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারাতেই এই ঘটনা সংগঠিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

Goa Election 2022: ২০১৭-র ভুলের পুনরাবৃত্তি নয়! ফল প্রকাশের আগে ত্রিশঙ্কু অবস্থা নিয়ে পরিকল্পনা কংগ্রেসেরGoa Election 2022: ২০১৭-র ভুলের পুনরাবৃত্তি নয়! ফল প্রকাশের আগে ত্রিশঙ্কু অবস্থা নিয়ে পরিকল্পনা কংগ্রেসের

English summary
Suvendu Adhikari Targets Mamata Banerjee on situation created in assembly in presence of Gov Dhankhar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X