For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতার উপাচার্য নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের! খারিজ সোনালি বন্দ্যোপাধ্যায়ের পুনর্নিয়োগের সিদ্ধান্ত

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পুনর্নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্য সরকারের। এদিন সর্বোচ্চ আদালত সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের পুনর্নিযোগ নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কেই বহাল রাখে। প্রসঙ্গত গ

  • |
Google Oneindia Bengali News

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পুনর্নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্য সরকারের। এদিন সর্বোচ্চ আদালত সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের পুনর্নিযোগ নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কেই বহাল রাখে। প্রসঙ্গত গত মাসে কলকাতা হাইকোর্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের পুনর্বহালের সিদ্ধান্ত খারিজ করে দেয়।

পুনর্নিয়োগ নিয়ে জনস্বার্থ মামলা

পুনর্নিয়োগ নিয়ে জনস্বার্থ মামলা

সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ শেষের পরে তাঁকে ২০২১ সালের ২৭ অগাস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে পুনর্নিয়োগ করা হয়। যা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। অভিযোগ করা হয় পুনর্নিয়োগ করতে গিয়ে রাজ্য সরকার ইউজিসির নিয়ম ভঙ্গ করেছে। গত সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পুনর্নিয়োগের সিদ্ধান্ত খারিজ করে দেয়। বলা হয় দ্বিতীয়বার উপাচার্য পদে নিয়োগের এক্তিয়ার নেই রাজ্য সরকারের।
আদালতের নির্দেশের পরে মামলাকারীর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেছিলেন, মামলাটি বহুদিন ধরে শুনানি হয়েছে। তিনি বলেছিলেন, আদালত রায়ে বলেছে, যিনি উপাচার্য, এই রায় ঘোষণার সময় থেকে তিনি আর উপাচার্য নন। , তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই সময় থেকেই সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় উপাচার্যের পদে রয়েছেন কিনা তা নিয়ে প্রশ্ন তৈরি হয়।

হাইকোটের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য

হাইকোটের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য

এর পরেই কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানায় রাজ্য সরকার। সরকারের হয়ে মামলা লড়েন কংগ্রেস নেতা তথা পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের টিকিটে রাজ্যসভায় যাওয়া অভিষেক মনু সিংভি। সুপ্রিম কোর্টে শুনানি হয় বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং হেমা কোহলির বেঞ্চে।

 সুপ্রিম কোর্টে বহাল হাইকোর্টের রায়

সুপ্রিম কোর্টে বহাল হাইকোর্টের রায়

এদিন সুপ্রিম কোর্টের তরফে হাইকোর্টের রায়কে বহাল রাখা হয়েছে। হাইকোর্টের নেওয়া সিদ্ধান্ত সঠিক বলে, সর্বোচ্চ আদালতের রায়ে বলা হয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইনে রিমুভাল অফ ডিফিকাল্টির ধারার অপব্যবহার করে উপাচার্য পদে পুনর্নিয়োগ করা হয়েছে।

 সুপ্রিম কোর্টে তিরষ্কৃত রাজ্য সরকার

সুপ্রিম কোর্টে তিরষ্কৃত রাজ্য সরকার

এব্যাপারে সুপ্রিম কোর্টে কার্যত তিরষ্কার করা হয়েছে রাজ্য সরকারকে। দুই বিচারপতির বেঞ্চের তরফে বলা হয়েছে, রাজ্যের রাজ্যপালের ক্ষমতায় হস্তক্ষেপ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উফাচার্য পদে সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয়বার নিয়োগ করা হয়েছে। প্রসঙ্গত যে সময়ে এই পুনর্নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় সেই সময় রাজ্যের রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড়। পুনর্নিয়োগের প্রস্তাব তাঁর কাছে যাওয়ার পরে তিনি বেশ কিছু ব্যাখ্যা চেয়েছিলেন। সেই উত্তর না দিয়ে রাজ্য সরকার সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে ৪ বছরের জন্য পুনর্নিয়োগের কথা জানায়।

মালবাজার বিপর্যয়ের পরেও ফিরল না হুঁশ! মৃতদেহ সৎকারে গিয়ে নিমতলা থেকে ভেসে গেলেন ৫ যুবকমালবাজার বিপর্যয়ের পরেও ফিরল না হুঁশ! মৃতদেহ সৎকারে গিয়ে নিমতলা থেকে ভেসে গেলেন ৫ যুবক

English summary
Supreme Court upheld verdict of Calcutta HC on reappointment of VC of CU
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X