For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পর্যটনকে বিশ্বের দরবারে পৌঁছতে একগুচ্ছ পদক্ষেপ নবান্নের! পুজোয় আসতে পারেন ব্রুনেই-এর সুলতান

রাজ্যের পর্যটনকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে একগুচ্ছ পদক্ষেপ রাজ্য সরকারের।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের পর্যটনকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে একগুচ্ছ পদক্ষেপ রাজ্য সরকারের। যার জন্য বেছে নেওয়া হয়েছে দুর্গাপুজোকে। সূত্রের খবর অনুযায়ী,শারদোৎসবকে প্রোমোশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুজোয় নিয়ে আসা হচ্ছে ১০ টি ইন্টারন্যাশনাল ট্যুর অপারেটরকে।

পর্যটনকে বিশ্বের দরবারে পৌঁছতে একগুচ্ছ পদক্ষেপ নবান্নের! পুজোয় আসতে পারেন ব্রুনেই-এর সুলতান

মাঝে আর মাত্র কয়েকটা দিন। এরপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সেদিকে লক্ষ্য রেখেই এগোচ্ছে পর্যটন দফতর। সূত্রের খবর অনুযায়ী, এবার পুজোয় আনা হচ্ছে ফ্রান্সের ডিরেক্টর অফ ট্যুরিজম স্যাত্রোপেয়ারকে। তাঁর সঙ্গে একটা বড় দলও আসতে চলেছে। নবান্ন সূত্রে খবর, এই দলে থাকতে চলেছেন তাঁর ক্লায়েন্টরা। সেই তালিকায় রয়েছেন, ব্রুনেইয়ের সুলতান, চেলসি ফুটবল ক্লাবের মালিক কিংবা টাইটানিকের নায়ক লিওনার্দো ডিক্যাম্পিওর।

গত বছর অন্য বছরের তুলনায় আট শতাংশ বেশি বিদেশি পর্যটক কলকাতার হোটেল বুক করেছিলেন। এবার সরকারের উদ্যোগে তা আরও বাড়বে বলেও মনে করা
হচ্ছে।

রাজ্য সরকারের উদ্যোগে পুজোয় নিয়ে আসা হচ্ছে ১০ টি ইন্টারন্যাশনাল ট্যুর অপারেটরকে। তালিকায় থাকছেন বড় কোম্পানির সিইওরা। তালিকায় থাকতে চলেছেন, বিদেশি সাংবাদিক, চিত্র সাংবাদিক কিংবা লেখকরাও।

দুর্গাপুজোকে সামনে রেখে ১২- ১৪ সেপ্টেম্বর কলকাতায় কনভেনশন করতে চলেছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ট্যুর অপারেটর। নবান্ন সূত্রে খবর সেই কনভেনশনে প্রায় ১৫০০ ট্যুর অপারেটর আসতে চলেছেন। পুজোর পরবর্তী সময়ে দোল কিংবা পয়লা বৈশাখকে লক্ষ্য করেও এগোতে চায় রাজ্য সরকার। সেই সময়গুলিতে একইভাবে প্রোমোশন করা হবে বলে নবান্ন সূত্রে খবর।

English summary
State tourism dept take couple of steps to take tourism to the door of the World
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X