For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শোভন-বৈশাখীকে একসঙ্গে যত দেখা যাচ্ছে তত মানুষ ক্ষেপছে, ক্ষোভের সুর রত্নার কণ্ঠে

শোভন-বৈশাখীকে একসঙ্গে যত দেখা যাচ্ছে তত মানুষ ক্ষেপছে, ক্ষোভের সুর রত্নার কণ্ঠে

Google Oneindia Bengali News

বিজেপিতে যোগ দেওয়ার পর এই প্রথম বান্ধবী বৈশাখীকে নিয়ে নিজের পাড়ায় রোড শো করবেন শোভন চট্টোপাধ্যায়। সেটা যে খুব একটা সুখের হবে রত্না চট্টোপাধ্যায়ের কাছে তা বলাই বাহুল্য। সকাল থেকে বেহালায় শোভন-বৈশাখীর রোড শোয়ের কেন্দ্রে ছিলেন রত্না চট্টোপাধ্যায়। তাঁর প্রতিক্রিয়া জানতেই আগ্রহ বেশি দেখিয়েছেন সকলে। রত্না নিজেও খুব একটা ভাল চোখে নিচ্ছেন না বেহালায় শোভন-বৈশাখীর রোড শোকে। প্রথমে এড়িয়ে গেলেও পরে প্রকাশ্যে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রত্না চট্টোপাধ্যায়।

 শোভন-বৈশাখীর মিছিল

শোভন-বৈশাখীর মিছিল

বিজেিপতে যোগ দেওয়ার পর এই প্রথম বেহালায় পা রাখতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়। ১৪ নম্বর বাসস্ট্যান্ড থেকে মিছিল করবেন তাঁরা। বান্ধবী বৈশাখীকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে রাজনৈতিক মঞ্চে সামিল হওয়া এই প্রথম শোভনের। মিছিল যাবে ৩এ-বাসস্ট্যান্ড পর্যন্ত। এই নিয়ে সকাল থেকেই তুমুল উত্তেজনা বেহালায়। বিজেপির উন্মাদনাকে চ্যালেঞ্জ জানিয়ে ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেসও। শোভনের রোড শোয়ের আগেই শক্তি প্রদর্শন করতে মিছিল করছেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

ক্ষুব্ধ রত্না

ক্ষুব্ধ রত্না

বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বন্ধত্ব তৈরি হওয়ার পর শোভন চট্টোপাধ্যায় বেহালার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন গোলপার্কে। সেখানেই এখন থাকেন তিনি। এদিকে বেহালার বাড়িতে এখনও রয়েছেন তাঁর স্ত্রী ও মেয়েরা। কাজেই বেহালায় শোভনের রোড-শো নিয়ে যে উত্তেজনার পারদ একটু বেশিই থাকবে তাতে কোনও সন্দেহ নেই। সকলেরই নজর গিয়ে পড়েছে রত্না চট্টোপাধ্যায়ের দিকে। প্রথম দিকে এই মিছিল নিয়ে বিশেষ কিছু বলতে চাননি রত্না চট্টোপাধ্যায়। পরে প্রকাশ করে ফেলেন ক্ষোভ। তিিন বলেছেন মানুষ যত শোভন-বৈশাখীকে একসঙ্গে দেখছে তত ক্ষোভ বাড়ছে। কারণ এটা বাংলার কালচার নয়। এক কথায় শোভন-বৈশাখীর সম্পর্কের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তিনি।

 বেহালায় নজর বিজেপির

বেহালায় নজর বিজেপির

শোভনকে হাতিয়ার করে বেহালায় তৃণমূলের ঘাঁটিকে ভাঙন ধরাতে চাইছে বিজেপি। সুকৌশলে সেকারণেই শোভনকে কলকতার দায়িত্ব দেওয়া হয়েছে। বেহালা থেকে দক্ষিণ ২৪ পরগনা সবটাতেই তৃণমূলের জয়ের কারিগড় ছিলেন শোভন চট্টোপাধ্যায়। শোভনের দৌলতেই দক্ষিণ ২৪ পরগনা হাতে রাখতে পেরেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। সেই শোভনকেই এবার গেরুয়া শিবির তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে দক্ষিণ ২৪ পরগনায়।

টার্গেট দক্ষিণ ২৪ পরগনা

টার্গেট দক্ষিণ ২৪ পরগনা

দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূল কংগ্রেসের গড়ে ভাঙন ধরাতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। ডায়মন্ড হারবারে ইতিমধ্যেই ভাঙন ধরে গিয়েছে। বিজেপিতে যোগ দিয়েছেন বিধায়ক দীপক হালদার। বারুইপুরে শুভেন্দু-রাজীবের সভায় ১৩৫ জন বিজেপিতে কংগ্রেসে যোগ দিয়েছেন। তাঁর মধ্যে ১০৫ জন তৃণমূল কংগ্রেসের।

English summary
Shovon Chatterjee's wife Ratna Chatterjee slams Baishakhi Banerjee ahed of BJP road show at Behala
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X