For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উষসী সেনগুপ্তকে 'হেনস্থা'! জামিন হয়ে গেল সাত অভিযুক্তের

শেষ পর্যন্ত জামিন হয়ে গেল প্রাক্তন মিস ইন্ডিয়া উষসী সেনগুপ্তের হেনস্থায় অভিযুক্ত দশজনের মধ্যে সাতজনেরই।

  • |
Google Oneindia Bengali News

শেষ পর্যন্ত জামিন হয়ে গেল প্রাক্তন মিস ইন্ডিয়া উষসী সেনগুপ্তের হেনস্থায় অভিযুক্ত দশজনের মধ্যে সাতজনেরই। আলিপুর আদালতের বিচারক শুভদীপ চৌধুরী শুক্রবার এই নির্দেশ দিয়েছেন। জামিনের বিরোধিতায় সরকারি আইনজীবীর সওয়াল খারিজ করে দেন বিচারক।

উষসী সেনগুপ্তকে হেনস্থা! জামিন হয়ে গেল সাত অভিযুক্তের

১৭ জুন রাত এগারোটার আশপাশে রবীন্দ্রসদন এলাকায় প্রথম ধাওয়া করা হয়েছিল প্রাক্তন মিস ইন্ডিয়া উষসী সেনগুপ্তের গাড়ি। অভিযোগ দায়ের করতে এথানা থেকে ওথানা ঘোরানো হয়েছিল তাঁকে। ঘটনার খবর সোশ্যাল মিডিয়ায় দিতেই পুলিশের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার আলিপুর জেলা ও দায়রা আদালতের পক্ষ থেকে ধৃত সাতজনের ২১ জন পর্যম্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এদিন শুনানির সময় সরকারি আইনজীবী জানান, ঘটনায় যুক্ত একটি স্কুটি বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে। তাই আরও জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের হেফাজতের মেয়াদ বাড়ানোর প্রয়োজন। কিন্তু ধৃতদের আইনজীবী দাবি করেন, ধৃতদের বিরুদ্ধে ৩৫৪ ধারা অর্থাৎ শ্লীলতাহানির ধারা প্রয়োগ করা হয়েছে। যদিও তা হয়নি বলেই দাবি করেন তিনি। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর ১০০০ টাকার বন্ডে ধৃতদের জামিনের নির্দেশ দেন।

এরপর অভিযুক্ত গাড়িটিকে ধাওয়া করে পুলিশের টহলদারি গাড়ি। সেই সময় পালিয়ে যেতে সক্ষম হলেও, গাড়িটির নম্বর মিলে যাওয়ায় গাড়িটি আাটক করার পাশাপাশি চালককে গ্রেফতার করে পুলিশ। গাড়িটি উবারের হয়ে ভাড়া খাটত বলে জানা গিয়েছে। ধৃতদের বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়।

English summary
Seven gets bail in Ushashi Sengupta harassment case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X