For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুল রায়কে নিয়ে কোনও ছুঁৎমার্গ নেই দলে, কী বার্তা দিতে চাইলেন রাহুল

মুকুল রায়ের মতো নেতাকে হারিয়ে আমাদের প্রতিপক্ষ শিবির দুর্বলও হয়ে পড়বে অনেকাংশে। আর সেই সুযোগটাই নিতে হবে বিজেপিকে, মত রাহুলের।

  • |
Google Oneindia Bengali News

'মুকুল রায়ের তৃণমূল-ত্যাগে বিজেপি লাভদায়কই হবে। এমনকী তাঁকে দলে নিতেও গেরুয়া শিবিরের কোনও আপত্তি নেই, নেই কোনও ছুঁৎমার্গও।' তৃণমূলে মুকুল রায়ের 'বিসর্জনে'র পর এমনই বিবৃতি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় নেতা রাহুল সিনহার। তিনি মনে করেন, 'তৃণমূলের এই ভাঙনে পঞ্চায়েত ভোটের আগে বিজেপির লাভই হবে। আর মুকুল রায়ের মতো নেতাকে হারিয়ে আমাদের প্রতিপক্ষ শিবির দুর্বলও হয়ে পড়বে অনেকাংশে।'

রাহুলের কথায়, 'সবে তো শুরু হয়েছে। এমন ভাঙন আরও অনেক হবে তৃণমূলে। তবে মুকুল রায়ের দলত্যাগ অবশ্যই বড় আঘাত তৃণমূলের কাছে। কেননা মুকুল রায়ই তৃণমূলকে তৈরি করেন। আক্ষরিক অর্থেই তিনি প্রতিষ্ঠাতা ছিলেন বর্তমানে রাজ্যের শাসক দলের। ফলে তাঁর অভাব অনুভূত হবেই দলে। আর সেই সুযোগটাই নিতে হবে বিজেপিকে।'

মুকুলকে নিয়ে কোনও ছুঁৎমার্গ নেই, বার্তা রাহুলের

তৃণমূলের ভাঙনে বিজেপি-র সুবিধা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু তৃণমূল থেকে বহিষ্কৃত মুকুল রায় কি বিজেপিতেই যোগ দিচ্ছেন? উত্তরে রাহুল সিনহা বলেন, 'মুকুলবাবু বিজেপিতে যোগ দেবেন কি না, সেটা ঠিক করবেন তিনি নিজেই। তিনি যদি বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন, তাতে আমাদের তরফে কোনও আপত্তি নেই। এখনও পর্যন্ত ওনার ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের জানা নেই। আমাদের কাছে তেমন কোনও প্রস্তাবও নেই।'

রাহুল সিনহা বলেন, যতক্ষণ না তাঁর তরফ থেকে কোনও প্রস্তাব আসে, এ ব্যাপারে কোনও মন্তব্য করা উচিত হবে না। আমরা কোনও আগাম বার্তাও দেব না। তবে বিজেপিতে আসতে চাইলে তাঁদের তরফে স্বাগত জানানোই হবে তৃণমূলে বহিষ্কৃত মুকুল রায়কে।

এর আগে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একাধিকবার মন্তব্য করেছেন, শুধু মুকুল রায়ই নন, তৃণমূলের একাধিক নেতা বিজেপির দিকে পা বাড়িয়ে রয়েছেন। পঞ্চায়েত ভোটের আগেই সেই ছবি স্পষ্ট হবে বলে তিনি ধোঁয়াশা তৈরি করেছিলেন। এখনও তিনি ধোঁয়াশা জারি রেখেছেন। তিনি এদিন দিল্লিতে কর্মসমিতির বৈঠকে অংশ নিতে গিয়েছেন। সেখান থেকে জানান, মুকুল রায়কে নিয়ে দিল্লি থেকে কোনো নির্দেশ আসেনি। কেন্দ্রীয় নেতৃত্বই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

যাঁকে ঘিরে এতদিন জল্পনা চলছিল, তিনি এই মুহূর্তে কোনও রাজনৈতিক পার্টিতেই নেই। এই অবস্থায় বিজেপিতেও যেতে পারেন, নতুন পার্টিও করতে পারেন আবার অন্য দলেও নাম লেখাতে পারেন তিনি। তাই তাঁকে ঘিরে এদিন থেকে শুরু হয়েছে নতুন জল্পনা।

English summary
Rahul Sinha gives message, No objection about Mukul Roy in BJP.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X