পঞ্চায়েত ভোট পর্বে সন্ত্রাস নিয়ে ফের সরব বুদ্ধিজীবীরা। বৃহস্পতিবার একসভা করে রাজ্যে সুষ্টু ও অবাধ নির্বাচনের দাবি করেছেন তাঁরা। মনোনয়ন পর্বে অশান্তি নিয়ে সরব হয়েছেন তাঁরা। রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভয় পেয়ে বিজ্ঞপ্তি বাতিলের অভিযোগ করেছেন বুদ্ধিজীবীরা।

এদিনের বুদ্ধিজীবীদের সভায় হাজির হয়েছিলেন তৃণমূল আমলে রাজ্য মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অশোক গাঙ্গুলি। শুভ বুদ্ধির উদয়ের ডাক দিয়েছেন তিনি।
যাদবপুরের ইংরেজি সাহিত্যের অধ্যাপিকা নীলাঞ্জনা গুপ্ত বলেন, রাজ্যে গণতন্ত্র আক্রান্ত, পরিস্থিতি ভয়াবহ।
সন্ত্রাস নয় শান্তিতে ভোট হোক, এমনই আহ্বান জানিয়েছেন অমিয় বাগচি।
অধ্যাপক সুগত হাজরা বলেন, গণতন্ত্রই পারে সাম্প্রদায়িক শক্তিকে রুখতে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবি করেছেন তিনি।
ভুলে যাওয়া কথা মনে করাচ্ছেন বলেছেন প্রাক্তন নকশাল নেতা আজিজুল হক।
বুধবার রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সরব হয়েছিলেন এক সময়ের পরিবর্তনপন্থী বুদ্ধিজীবীরা। আধিপত্য শাসককে গ্রাস করে বলে নাম না করে কটাক্ষ করেছিলেন প্রতুল মুখোপাধ্যায়। আধিপত্যবাদ কায়েম করে বেশি দিন শাসন করা যায় না। আবার পথে নামার হুঁশিয়ারি দেন তিনি। পূর্বতন বাম সরকারের আধিপত্যবাদের বিরুদ্ধে তাঁরা একসময়ে পথে নেমেছিলেন বলে জানিয়েছিলেন প্রতুল মুখোপাধ্যায়। নন্দীগ্রাম, সিঙ্গুর আন্দোলনে কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন নাট্যকর্মী বিভাস চক্রবর্তী।