For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'চাণক্য' মুকুল রায় 'চায়না' প্রোডাক্ট! পঞ্চায়েত ভোটের সামনে 'বিপাকে' ফেললেন এক বন্ধু

মুকুল রায় যদি রাজনীতির চাণক্য হয়ে থাকেন, তাহলে তা চায়না প্রোডাক্ট। বেশি দিন টেকে না। এমনটাই মন্তব্য করলেন জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস সভাপতি অমিতাভ মজুমদার।

  • |
Google Oneindia Bengali News

মুকুল রায় যদি রাজনীতির চাণক্য হয়ে থাকেন, তাহলে তা চায়না প্রোডাক্ট। বেশি দিন টেকে না। এমনটাই মন্তব্য করলেন জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস সভাপতি অমিতাভ মজুমদার। তিনি ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছেন কেন মুকুল রায় রাজনীতির চাণক্য হওয়ার উপযুক্ত নন। এক সময় তৃণমূল বিরোধিতায় দল তৈরি হলেও, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস সভাপতি।

চাণক্য মুকুল রায় চায়না প্রোডাক্ট! পঞ্চায়েত ভোটের সামনে বিপাকে ফেললেন এক বন্ধু

অমিতাভ মজুমদার আগেই বলেছিলেন, সালটা ছিল ২০১৫। তৃণমূল ছেড়ে মুকুল রায় বেরিয়ে আসতে চেয়েছিলেন। সংগঠিতও করেছিলেন অনেকে। তখন যদি তিনি বেরিয়ে আসতেন তাহলে বিপ্লব ঘটে যেত। কিন্তু তখন তিনি তাদেরকে এগিয়ে দিয়ে নিজে কেটে পড়েছিলেন। একপ্রকার বেইমানি করেছিলেন তাঁর অনুগামীদের একাংশের সঙ্গে।

অক্টোবরেই ওয়ান ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে অমিতাভ মজুমদার বলেছিলেন, এই দলটা যে তাঁর নির্দেশেই তৈরি হয়েছিল, তা নিয়ে কোনও দ্বিমত নেই। কিন্তু তিনি কখনও স্বীকার করেননি, তিনিই এই দলের পরিকল্পনায় ছিলেন। আগাগোড়া তিনি অস্বীকার করে গিয়েছেন সবকিছু। তিনি নিজের ঘনিষ্ঠদের নিয়ে দল তৈরি করিয়েছিলেন। এই বিষয়টিকেই এদিন তুলে ধরেন অমিতাভ মজুমদার। একইসঙ্গে মুকুল রায়ের ওপর তাঁর হতাশাও ব্যক্ত করেছেন জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস সভাপতি অমিতাভ মজুমদার।

এক সময়ে তৃণমূল মহাসচিব মুকুল রায়কে কাঁচড়াপাড়ার কাঁচা ছেলে বলে কটাক্ষ করেছিলেন। সেই প্রসঙ্গও টেনেছেন অমিতাভ মজুমদার।

English summary
One time friend Amitabha Mazumder criticises Mukul Roy over Chanakya issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X