
মমতার ডাকে একুশে সমাবেশে মতুয়া মহাসঙ্ঘও, ২০২৪-এর আগে কি বদলাচ্ছে সমীকরণ
২০১৯-এ তৃণমূলের দিক থেকে মতুয়াদের ভোটের রাশ চলে গিয়েছিল বিজেপির হাতে। ২০২১-এর ভোটে সবুজ-ঝড়েও মতয়া মহলে দাঁত ফোটাতে পারেনি তৃণমূল। কিন্তু সময় যত গড়াচ্ছে ততই বিজেপির গেরুয়া রং ফিকে হচ্ছে, আর তৃণমূল থাবা বসাচ্ছে। তারই প্রতিফলল কি দেখা গেল এবার ধর্মতলায় তৃণমূলের সমাবেশে?

মতুয়া মহাসঙ্ঘের তৃণমূল অনুগামীরা মিছিল করে সমাবেশে
এবার একুশের সমাবেশে উজ্জ্বল উপস্থিতি চোখে পড়ল মতুয়াদের। তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুরের নেতৃত্বে মতুয়া মহাসঙ্ঘের তৃণমূল অনুগামীরা মিছিল করে ভিড় জমালেন। সংখ্যাটা নেহাত কম নয়। তবে কি বিজেপির দিক থেকে তাঁরা সরে আসছেন ক্রমশ। ফের তৃণমূলের প্রতিই আস্থাজ্ঞাপন করছেন? এই ধারণা জন্ম নিয়েছে একুশের জুলাই মমতার সমাবেশ ক্ষেত্র থেকে।
একুশের ভিড়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের ব্যানারও
একুশে জুলাই উপলক্ষে কাতারে কাতারে মানুষের ঢল নেমেছে কলকাতার রাস্তায়। ধর্মতলায় যাবার আগে মমতা বন্যোড়পাধ্যায়কে একবার দেখার আশায় কালীঘাটেও লম্বা লাইন পড়েছে। সব পথ এসে যখন ধর্মতলায় মিশে যাচ্ছে এই একুশে জুলাইয়ে, তখন তাঁদের ভিড়ে দেখা মিলল অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের ব্যানারও।

মতুয়াদের এমন সঙ্ঘবদ্ধভাবে ধর্মতলার মঞ্চে আগে দেখা যায়নি
মতুয়া ভক্তরা এর আগে ব্যক্তিগতভাবে মমতার সমাবেশে বহুবার যোগদান করেছেন। কিন্তু এভাবে মহাসংঘের ব্যানার ঝুলিয়ে সঙ্ঘবদ্ধভাবে যোগদান করতে আগে দেখা যায়নি। তৃণমূলের অঘোষিত সর্ববৃহৎ দলীয় কার্যক্রম এটা। ধারাবাহিকভাবে তা হয়ে আসছে সেই কংগ্রেসি 'আমল' থেকে। এখন তৃণমূলের আমলে এসে মতুয়াদের সঙ্ঘবদ্ধভাবে ধর্মতলার মঞ্চে দেখা গেল।

মমতাবালা ঠাকুরের নেতৃত্বে ১০ থেকে ১৫ হাজার মতুয়া সভাস্থলে
বনগাঁ-শিয়ালদহ লোকাল থেকে নেমে ডঙ্কা-কাঁসি নিয়ে শহিদ সমাবেশে যোগ দিতে এলেন মতুয়ারা। কলকাতায় এসে পৌঁছনোর পর একেবারে অন্য মেজাজে দেখা যায় তাঁদেরকে। সাংগঠনিকভাবে মতুয়াদের প্রথম যোগদান নিয়ে বিশাল চর্চা চলছে। মমতাবালা ঠাকুরের নেতৃত্বে ১০ থেকে ১৫ হাজার মতুয়া সভাস্থলে উপস্থিত হন।

একুশে জুলাইয়ের মঞ্চে মতুয়াদের আবেগ-উচ্ছ্বাসই বর্ষিত
মমতাবালা ঠাকুরের কথায়, তৃণমূল কংগ্রেস এমনিতেই শক্তিশালী। পুরসভার ভোটে তা দেখা গিয়েছে। সামনে পঞ্চায়েত ভোট। সেই ভোটেও প্রমাণ হয়ে যাবে তৃণমূলের শক্তি। তৃণমূল কংগ্রেস এবার নিজেদের দমই জয়লাভ করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতুয়াদের জন্য উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন। এর পূর্বে তা কেউ কোনওদিনও করেননি। ফলে মতুয়াদের সেই কৃতজ্ঞতা রয়েছে। এবার একুশে জুলাইয়ের মঞ্চে সেই আবেগ-উচ্ছ্বাসই বর্ষিত হয়েছে মতুয়াদের।

মমতাবালা ঠাকুরের নেতৃত্বে মতুয়াদের যোগদান নিয়ে বিজেপি
বিজেপির শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুর মতুয়া মহাসঙ্ঘের ব্যানারে তৃণমূলের একুশের দলীয় কর্মসূচিতে যোগদান নিয়ে কটাক্ষ করেছেন। তাঁদের কথায়, অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন। তাই তাঁরা এভাবে যোগদান করতে পারে না। মমতাবালা ঠাকুরের নেতৃত্বে মতুয়াদের যোগদানের বিষয়টি একান্ত ব্যক্তিগত পছন্দ বলে তাঁরা এড়িয়ে গিয়েছেন।
Big Breaking: ২১ জুলাইয়ের শহিদ সমাবেশে বড় চমক! তৃণমূলে কি যোগ দিতে চলেছেন বিজেপির প্রাক্তন মন্ত্রী?