For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জোরদার নিরাপত্তা, দুর্গাপুজোর পদযাত্রার জন্য বন্ধ থাকবে এই রাস্তাগুলি

Array

Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার কলকাতার পদযাত্রার ডাক দিয়েছেন দুর্গাপুজো নিয়ে । সেই পদযাত্রা কলকাতাতেও বৃহস্পতিবারের দুপুরে হবে। সেই পদযাত্রা যাবে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে। শুরু হবে জোড়াসাঁকো থেকে, যাবে রেড রোড পর্যন্ত।

নিরাপত্তা জোরদার করা হয়েছে

নিরাপত্তা জোরদার করা হয়েছে

কলকাতার বেশ কয়েকটি রাস্তায় নিয়ন্ত্রিত হবে যান চলাচল। জানা গিয়েছে যে বৃহস্পতিবার উত্তর ও মধ্য কলকাতার বেশ কয়েকটি রাস্তা বন্ধ থাকবে। কয়েকটি রাস্তায় বেশ কয়েক ঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল। বৃহস্পতিবার নিরাপত্তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন হবে কলকাতার রাস্তায়। পুলিশ পিকেটও বসবে বলে জানা গিয়েছে।

 অতিরিক্ত পুলিশ বাহিনী

অতিরিক্ত পুলিশ বাহিনী

৩০০০ অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হবে বৃহস্পতিবারের এই পদযাত্রার জন্য । ২টি ভাগে ভাগ করা হয়েছে এই সংখ্যক বাহিনীকে। মিছিলের নিরাপত্তার দায়িত্বে একটি ভাগ থাকবে। রেড রোডের অনুষ্ঠানের দায়িত্বে বাকি পুলিশ থাকবে। ১০টি সেক্টরে ভাগ করা হচ্ছে নিরাপত্তার জন্য রেড রোড ও সংলগ্ন এলাকাকে । প্রত্যেক সেক্টরের দায়িত্বে একজন করে ডিসি পদ মর্যাদার অফিসার। পদমর্যাদার অফিসার সব মিলিয়ে মোট ২২ জন ডিসি পদ মর্যাদার অফিসার। তাঁরা থাকবেন গিরিশ পার্ক থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত। দেখবেন নিরাপত্তার দায়িত্বে থাকছেন । নিরাপত্তা জন্য পুলিশ পিকেট বসানো হবে বলে জানা গিয়েছে। ৫৫টি পুলিশ পিকেট থাকবে বলে জানা গিয়েছে।

 বন্ধ হবে রাস্তা

বন্ধ হবে রাস্তা

বৃহস্পতিবার সকাল ৯টা থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে এই পদযাত্রার জন্য । অ্যাভিনিউ দিয়ে কোনও বাস, ছোট গাড়ি চলাচল করবে না সকাল ৯টা থেকে বিকাল ৩টে পর্যন্ত সেন্ট্রাল । ১০টা থেকে বিকাল ৩টে পর্যন্ত ভূপেন বোস অ্যাভিনিউ বন্ধ থাকবে । বিধান সরণি থেকে কোনও গাড়িকে বিডন স্ট্রিট হয়ে আসতে দেওয়া হবে না সকাল ১০টা থেকে বিকাল ৩টে পর্যন্ত ।

যান নিয়ন্ত্রণ

যান নিয়ন্ত্রণ

কোনও গাড়ি সকাল ১০টা থেকে বিকাল ৩টে পর্যন্ত চলাচল করবে না মানিকতলা ক্রসিং থেকে বিবেকানন্দ রোড হয়ে। এপিসি রোড হয়ে ঘুরিয়ে দেওয়া হবে মহাত্মা গাঁধী রোডে চলাচলকারী গাড়িগুলিকে শিয়ালদহ থেকে । মহাত্মা গাঁধী রোডের সেন্ট্রাল অ্যাভিনিউ গামী গাড়িগুলিকে রবীন্দ্র সরণি, বিকে পাল অ্যাভিনিউ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে বেলা ১টা থেকে ৩টে পর্যন্ত। সএন ব্য়ানার্জি রোড দুপুর ২টো থেকে ৩টে অবধি বন্ধ থাকবে। ২১টি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে ধর্মতলা সহ উত্তর ও মধ্য কলকাতার। সবমিলিয়ে অনন্য দৃশ্যের দেখা মিলবে তা বলা যেতেই পারে।

English summary
these roads will be blocked for durga puja rally on kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X