For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মৃত কর্মীর বাড়িতে পতাকা হাতে মুসলিম মহিলারা! নজর রাজ্যপাল থেকে কেন্দ্রের, হুঁশিয়ারি মুকুল রায়ের

নদিয়ার চাপড়ায় দুষ্কৃতী হামলায় মৃত বিজেপির সংখ্যালঘু কর্মী আহমেদ শেখের বাড়িতে গেলেন বিজেপি নেতা মুকুল রায়। সঙ্গে ছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং।

  • |
Google Oneindia Bengali News

নদিয়ার চাপড়ায় দুষ্কৃতী হামলায় মৃত বিজেপির সংখ্যালঘু কর্মী আহমেদ শেখের বাড়িতে গেলেন বিজেপি নেতা মুকুল রায়। সঙ্গে ছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়ার পাশাপাশি এদিন রাজ্য সরকারকে আক্রমণ করেন মুকুল রায়। তিনি বলেন তৃণমূল কংগ্রেস সরকারের বিসর্জন হয়ে গিয়েছে।

অষ্টমীতে খুন সংখ্যালঘু বিজেপি কর্মী

অষ্টমীতে খুন সংখ্যালঘু বিজেপি কর্মী

অষ্টমীর দুপুরে নদিয়ার চাপড়ায় গ্রামের মাঠ থেকে উদ্ধার করা হয়েছিল বিজেপি কর্মী আহমেদ শেখকে। শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

পরিবারের অভিযোগ

পরিবারের অভিযোগ

আহমেদ শেখের মৃত্যুর পরেই, পরিবারের তরফ থেকে অভিযোগ তোলা হয়েছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পিটিয়ে খুন করেছে আহমেদ শেখকে।

গোটা গ্রাম রাস্তায়

গোটা গ্রাম রাস্তায়

বিজেপি নেতাদের গ্রামে আসার খবরে যেন গোটা গ্রাম রাস্তায় নেমে এসেছিল। পতাকা হাতে তাঁদের স্বাগত জানান গ্রামের মুসলিম মহিলারা। সংখ্যালঘু এলাকায় এই সমর্থনে মৃত কর্মীর বাড়িতে যেতে গিয়ে অবাক হয়ে যান মুকুল রায়রা।

পাশে থাকার আশ্বাস মুকুলের

পাশে থাকার আশ্বাস মুকুলের

নিহত আহমেদ শেখের পরিবারের সঙ্গে দেখা করেন মুকুল রায়, অর্জুন সিংরা। তাদের হাতে আর্থিক সাহায্যও তুলে দেন। ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দেন তাঁরা।

 মুকুলের কটাক্ষ

মুকুলের কটাক্ষ

গ্রামে একটি ছোট সভা করেন মুকুল রায়। সেখানে তিনি বলেন, তৃণমূল সরকারের বিসর্জন হয়ে গিয়েছে। কিন্তু যাওয়ার আগে খুনের রাজনীতি করছে। পুলিশ সুপারের বিরুদ্ধেও আক্রমণাত্মক কথা বলেন তিনি। বলেন, জেলার নতুন এসপি বাচ্চা ছেলে। তিনি আসার পরেই বিজেপির দুই কর্মী খুন হয়ে গিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে রাজ্যপাল সবাই পরিস্থিতির ওপর নজর রাখছেন বলে হুঁশিয়ারিও দেন মুকুল রায়।

[ ৫ % ডিএ বাড়াল কেন্দ্র! তরজা দিলীপ আর পার্থের মধ্যে][ ৫ % ডিএ বাড়াল কেন্দ্র! তরজা দিলীপ আর পার্থের মধ্যে]

[২০১৯ দিওয়ালির আগে পেঁয়াজের পর এবার টমাটোর দামে ছ্যাঁকা! অগ্নিমূল্য সব্জি বাজার ][২০১৯ দিওয়ালির আগে পেঁয়াজের পর এবার টমাটোর দামে ছ্যাঁকা! অগ্নিমূল্য সব্জি বাজার ]

English summary
Mamata Govt's Immersion hasbeen done, say Mukul Roy. He went Chapra in Nadia where BJP worker Ahamed Sheikh was murdered on Astami
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X