For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির ডুবন্ত নৌকাকে অক্সিজেন জোগানোর আপ্রাণ চেষ্টা! মোদীর বিরুদ্ধে কমিশনে মমতা

বিশ্বের চতুর্থ শক্তি হিসেবে উপগ্রহ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে ভারত। বিজ্ঞানী ও গবেষকদের সেই সাফল্যকে নিজের সাফল্যে হিসেবে তুলে ধরে নির্বাচনী ফায়দা তোলার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বের চতুর্থ শক্তি হিসেবে উপগ্রহ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে ভারত। বিজ্ঞানী ও গবেষকদের সেই সাফল্যকে নিজের সাফল্যে হিসেবে তুলে ধরে নির্বাচনী ফায়দা তোলার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী। এই ঘটনাকে বিজেপির ডুবন্ত নৌকাকে অক্সিজেন জোগানোর আপ্রাণ চেষ্টা বলে ব্যাখ্যা করে নির্বাচন কমিশনে তদ্বির করার হুঁশিয়ারি দিলেন মমতা।

বিজেপির ডুবন্ত নৌকাকে অক্সিজেন জোগানোর আপ্রাণ চেষ্টা! মোদীর বিরুদ্ধে কমিশনে মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মোদীজি সবসময় যে কোনও কাজের কৃতিত্ব নিজে নেওয়ার চেষ্টা করেছেন। এই সাফল্যের আসল কৃতিত্ব দেশের বিজ্ঞানী ও গবেষকদের। আজকের ঘোষণা আর একটা অন্তহীন নাটক। নির্বাচনের সময় রাজনৈতিক ফায়দা তুলতেই এই ঘোষণাকরা হয়েছে। এটা নির্বাচন বিধি লঙ্ঘনের বড় উদাহরণ।

মমতা টুইটে লেখেন- একচটা মেয়াদ উত্তীর্ণ সরকারের তড়িঘড়ি এই মিশন কার্যকর করে ঘোষমার কোনও প্রয়োজন ছিল না। মনে হয়, এটা বিজেপির ডুবন্ত নৌকাকে বাঁচাতে অক্সিজেন খোঁজার আপ্রাণ চেষ্টা! আমরা এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টুইটের পর পাল্টা খোঁচা দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

তিনি বলেন, দেশের সাফল্যে বরাবর বিপরীতমুখী প্রতিক্রিয়া দিয়ে এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী। সেনাকে অপমান করেছে, সেনার কৃতিত্বকে খাটো করে দেখেছেন, আজও দেশের সাফল্যে গর্বিত না হয়ে ছোটো মনের রাজনীতি করছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোটো মনের রাজনীতি ছাড়ার পরামর্শ দেন।

উল্লেখ্য, বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে জানান, বিশ্বের চতুর্থ শক্তি হিসেবে উপগ্রহবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে ভারত। মাত্র তিন মিনিটেই উপগ্রহকে ধ্বংস করা হয়েছে। মোদীর এই ঘোষণার পরই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।

English summary
Mamata Banerjee tweet attacks Narendra Modi does limitless drama with Mission shakti. TMC moves in Election Commission against Modi’s trying to reap political benefit before Lok Sabha Election,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X