For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কেষ্ট,ববি, অভিষেক সব চোর.... আর ওরা...' বিজেপিকে তীব্র নিশানা মমতার

'কেষ্ট,ববি, অভিষেক সব চোর.... আর ওরা...' বিজেপিকে তীব্র নিশানা মমতার

Google Oneindia Bengali News

পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়ে প্রকাশ্যে ফের সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মেয়াে রোডে টিএমসিপির সভা থেকে বিজেপিকে রীতিমত হুঁশিয়ারি দিয়েছেন মমতা। তিনি তীব্র নিশানা করে বলেছেন, তৃণমূলের নামে বদনাম করা হচ্ছ, অপপ্রচার চালানো হচ্ছে। যাঁরা এই কাজ করছেন তাঁদের জিভ টেনে ছিঁড়ে নেওয়া উচিত। প্রকাশ্যেই হুঙ্কার দিয়েছেন তিনি।

বিজেপিকে তীব্র নিশানা

বিজেপিকে তীব্র নিশানা

টিএমসিপির সভা থেকে সরাসরি বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তীব্র নিশানা করে বিজেপিকে বলেছেন নানা ভাবে টিএমসিকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। অপপ্রচার চালােনা হচ্ছে টিএমসির নামে। প্রকাশ্যে এমনই অভিযোগ করেছেন তিিন। তিিন হুঙ্কার দিয়ে বলেছেন, 'যাঁরা অপপ্রচার চালাচ্ছে তাঁদের জিভ টেনে ছিঁড়ে দিতাম যদি রাজনীতি না করতার। রাজনীতি করতে হয় বলে অনেক কিছু েমনে চলেতে হয়।' পরোক্ষে বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সবাই চোর

সবাই চোর

একের পর এক দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হচ্ছেন টিএমসির হেভিওয়েট েনতারা। তিনি অভিযোগ করেছেন সবাই চোর। 'বিজেপি সবাইকে চোর বলছে। পার্থ চোর, কেষ্ট চোর, ববি চোর, অভিষেক চোর। আবার আমাকেও চোর বলেছে। সবাই চোর আর ওরা সাধু।' বিজেপি ইডি সিবিআইকে দিয়ে লোকের ঘরে ঘরে রেড করে টাকা তুলে িনয়ে যাচ্ছে বলে অভিযোগ মমতার। আর সেই টাক খাটানো হচ্ছে বিভিন্ন অবিজেপি রাজ্যগুলির সরকার ফেলার জন্য। মহারাষ্ট্রের সরকার ফেলতে অত টাকা এলো কোথা থেকে প্রশ্ন তুলেছেন মমতা।

ইডি-সিবিআইকে হুঁশিয়ারি

ইডি-সিবিআইকে হুঁশিয়ারি

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, ইডি-সিবিআইকে দিয়ে বাড়ি বাড়ি লুঠ চালাচ্ছে বিজেপি। তিনি বলেছেন, 'কারা গ্রেফতার করছেন ? কারা হ্যারাস করছেন ? কারা দুষ্টুমি করছেন ? কারা গায়ের জোরে আমাদের লোকেদের নামে বদনাম করছেন ? কারা বদনাম করছে, আমরাও লিস্ট করে রাখছি ।' তিিন বলেেছন টিএমসির প্রতিটি বড় সভার পরেই এক জন করে নেতাকে গ্রেফতার করছে ইডি-সিবিআই। কে বা কারা কেন এই কাজ করছেন সেটা সকলের জানা। সেটার দিেক বিশেষ নজর রাখছে দল।

মমতার নামে সম্পত্তির মামলা

মমতার নামে সম্পত্তির মামলা


মমতা বন্দ্যেপাধ্যায় অভিযোগ করেছেন তাঁর নামে সম্পত্তির মামলা করা হয়েছে। তাঁর নাকি বিপুল সম্পত্তি বেড়েছে। এদিন সভা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি লিজের জমিতে থাকেন। তাঁর কালীঘাটের বাড়ি তাঁর নামে কেনা নয়। তাঁর বাবা আমলের জমি। সেগুলি সবই রািন রাসমনির দেওয়াসত্ত্বের জমি অর্থাৎ লিজের জমি। কাজেই তাঁর নামে সম্পত্তির মামলা করে বিজেপি যে খুব একটা সুবিধা পাবে না সেটা স্পষ্ট করেদিয়েছেন মমতা। প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যের একাধিক েনতামন্তরীর সম্পত্তি বেড়ে যাওয়া নিেয় হাইকোর্টে মামলা করেছে বিজেপি। পাল্টা বিজেপির েনতা মন্ত্রীদের নামেও মামলা করেছে টিএমসি।

English summary
Mamata Banerjee attack BJP over arresting TMC leaders
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X