For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বুদ্ধদেববাবুর পাশে স্বয়ং মমতা! সৌজন্যের নজির গড়ে এবার কী নির্দেশ দিলেন পুরসভাকে

বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ি সংস্কার কেন দেরি হচ্ছে তা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন তিনি। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী পুরসভাকে নির্দেশ দিলেন।

  • |
Google Oneindia Bengali News

প্রাক্তনের পাশে বর্তমান। ফের এবার সৌজন্যের নজির স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ি সংস্কার কেন দেরি হচ্ছে তা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন তিনি। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী পুরসভাকে নির্দেশ দিলেন কালক্ষেপ না করে অবিলম্বে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ি সংস্কার করতে।

বুদ্ধদেববাবুর পাশে স্বয়ং মমতা! সৌজন্যের নজির গড়ে এবার কী নির্দেশ দিলেন পুরসভাকে

[আরও পড়ুন:তৃণমূল মহাসচিবকে মদনের পাশে দাঁড় করালেন মুকুল, পাল্টা বাণ ছাড়লেন 'বাচ্চাছেলে' পার্থ][আরও পড়ুন:তৃণমূল মহাসচিবকে মদনের পাশে দাঁড় করালেন মুকুল, পাল্টা বাণ ছাড়লেন 'বাচ্চাছেলে' পার্থ]

ছ-মাস আগে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ি সংস্কারের ফাইলে সই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপর আর এই বিষয়ে নিয়ে কোনও উচ্চবাচ্য করেননি কেউ। এদিন হঠাৎ করেই মুখ্যমন্ত্রী বিধানসভায় খোঁজ নেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি সংস্কারের বিষয়ে। আর মুখ্যমন্ত্রী প্রশ্ন করতেই সামনে এসে পড়ে পুরসভার গাফিলতি।

তিনি এদিন পুর কমিশনার খলিল আহমেদের উপর ক্ষোভ উগরে দিয়ে বলেন, এখনও কেন বুদ্ধদেববাবুর বাড়ির সংস্কার হয়নি? কেন কাজে এত ঢিলেমি? তিনি মেয়র পারিষদের উপরও ক্ষোভ প্রকাশ করেন এদিন। তিনি বলেন, 'এটা একেবারেই ছোট্ট একটা বিষয়। তাহলে কেন এতদিন হয়নি?'

এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে গিয়েছিলেন। তখনই বুদ্ধদেববাবুর বাড়ি সংস্কারের নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেন,'উনি দীর্ঘদিন ধরেই অসুস্থ। তাই উনি যেখানে থাকেন, সেই জায়গাটা আরও পরিষ্কার থাকা দরকার। সেজন্যই তিনি বাড়ি সংস্কারের নির্দেশ দিয়েছিলেন তিনি।'

এ প্রসঙ্গে তিনি বলেন,'বুদ্ধদেববাবু যদি কয়েকদিনের জন্য অন্য কোনও বাড়ি বা গেস্ট হাউসে থাকেন, তাহলে তিনি তড়িঘড়ি তাঁর বাড়ি আমূল সংস্কার করে দিতে পারেন।'আর সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজে প্রাক্তনীর থাকার ব্যবস্থা করে দেবেন বলেও জানান তিনি। এ ব্যাপারে এক সাংবাদিককে তিনি মধ্যস্থতা করার বার্তা দেন।

[আরও পড়ুন:তৃণমূল চোরের দল! পঞ্চায়েত নির্বাচনের আগে মমতার সরকারকে নিশানা মুকুল রায়ের][আরও পড়ুন:তৃণমূল চোরের দল! পঞ্চায়েত নির্বাচনের আগে মমতার সরকারকে নিশানা মুকুল রায়ের]

English summary
Chief Minister Mamata Banerjee orders immediate reform the house of Buddhadev Bhattacharya. He is former chief minister of West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X