For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাসিনার সম্মানে নৈশভোজ : মমতা আজ রওনা দিচ্ছেন দিল্লি, বিশেষ আমন্ত্রণ প্রধানমন্ত্রীরও

রাষ্ট্রপতির ডাকে সাড়া দিয়ে আগেই শেখ হাসিনার সম্মানে নৈশভোজে উপস্থিত থাকার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে মধ্যাহ্নভোজেও যোগ দিতে চলেছেন তিনি।

Google Oneindia Bengali News

কলকাতা, ৭ এপ্রিল : রাষ্ট্রপতির ডাকে সাড়া দিয়ে আগেই শেখ হাসিনার সম্মানে নৈশভোজে উপস্থিত থাকার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে মধ্যাহ্নভোজেও যোগ দিতে চলেছেন তিনি। শনিবার ভারত ও বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীর বৈঠকেও মমতা উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি আসছেন। তাঁর এই সফরে দিল্লিতে কলকাতা-খুলনা বাস পরিষেবা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার পাশাপাশি আলোচনার মুখ্য বিষয় তিস্তা চুক্তি। মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল, বাংলাকে অন্ধকারেই রেখে দিল্লি বাংলাদেশের সঙ্গে চুক্তি সারতে চলেছে। কিন্তু শেষ মুহূর্তে হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে বাংলার মুখ্যমন্ত্রীকে বৈঠকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

হাসিনার সম্মানে নৈশভোজ : মমতা আজ রওনা দিচ্ছেন দিল্লি

প্রথমে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় রাইসিনা হিলে নৈশভোজে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানান মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে সেই নৈশভোজে যোগ দিতে সম্মতও হন মুখ্যমন্ত্রী। তারপরই বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ চিঠি দিয়ে মমতাকে আমন্ত্রণ জানান ভারত-বাংলাদেশের মধ্যে পুনরায় বাস পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। এবার মোদীও আহ্বান জানালেন। ফলে সমস্ত অন্ধকার কেটে এবার মুখ্যমন্ত্রীকে রেখেই দুই প্রধানমন্ত্রী তিস্তা চুক্তি নিয়ে আলোচনা করবেন।

এদিনই আসানসোলে নতুন জেলা পশ্চিম বর্ধমানের উদ্বোধনের পরই মুখ্যমন্ত্রী রওনা দেবেন দিল্লির উদ্দেশ্যে। আজই শেখ হাসিনা পৌঁছে যাচ্ছেন শেখ হাসিনা। রাইসিনা হিলে নৈশভোজ। আগামীকাল দুপুরে মধ্যাহ্নভোজ। তারপরই আলোচনা ও উদ্বোধনী অনুষ্ঠান।

English summary
Mamata Banerjee is going to Delhi today, Narendra Modi also invitee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X