For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাগাড়-কাণ্ডে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন মমতার, পঞ্চায়েতের আগে গুরুত্বপূর্ণ নির্দেশ

ভাগাড়-কাণ্ডে হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি নবান্নে সাংবাদিক বৈঠক করে জানান, ভাগাড়কাণ্ডের তদন্তের জন্য উচ্চ পর্যায়ের কমিটি করে দেওয়া হয়েছে।

Google Oneindia Bengali News

ভাগাড়-কাণ্ডে হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি নবান্নে সাংবাদিক বৈঠক করে জানান, ভাগাড়কাণ্ডের তদন্তের জন্য উচ্চ পর্যায়ের কমিটি করে দেওয়া হয়েছে। মুখ্যসচিব মলদ দে-র নেতৃত্বে হাই পাওয়ার কমিটি গঠন করে চটজলদি তদন্ত রিপোর্ট দাখিল করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ভাগাড়-কাণ্ডে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন মমতার, পঞ্চায়েতের আগে গুরুত্বপূর্ণ নির্দেশ

[আরও পড়ুন:বিজেপি সমর্থন না করলে মুখ্যমন্ত্রী হতে পারতেন না! মমতাকে বিশ্বাসঘাতক বোঝাতে আর কী বললেন কৈলাস][আরও পড়ুন:বিজেপি সমর্থন না করলে মুখ্যমন্ত্রী হতে পারতেন না! মমতাকে বিশ্বাসঘাতক বোঝাতে আর কী বললেন কৈলাস]

মুখ্যমন্ত্রী এদিন বলেন, ভাগাড়-কাণ্ডে মানুষের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই আতঙ্ক দূর করতে হবে। মানুষ ভয়ে মাংস খাওয়া বন্ধ করে দিয়েছেন। তাঁদের বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। সেই কারণেই এই ঘটনায় অনতিবলম্বে তদন্ত দরকার। দরকার এই ধরনের চক্রকে সমূলে বিনাশ করা।

সেজন্যই মুখ্যসচিবের নির্দেশে ৮ জনের হাই পাওয়ার কমিটি কাজ করবে। পুর দফতর-সহ সমস্ত দফতরের আধিকারিকদের অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এখন থেকে ধারবাহিকভাবে অভিযান চলবে। সমস্ত রেস্তোরাঁ-হোটেলে অভিযান চালানো হবে। কোনওরকম বেআইনি বরদাস্ত করা হবে না।

ভাগাড়কাণ্ডে পুলিশ ভালো কাজ করেছে বলে মন্তব্য মমতার। তিনি বলেন, শুধু বাংলায় নয়, এই চক্র বাংলার বাইরেও কাজ করছিল। এদিন নবান্নে সর্বদল বৈঠকে ভাগাড়কাণ্ড-সহ বিভিন্ন বিষয়ে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন। আদর্শ আচরণবিধি লাগু থাকায় সমস্ত উন্নয়নমূলক কাজ বন্ধ। তাই বিভিন্ন দফতরকে সক্রিয় থাকার নির্দেশ দেন।

এদিকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে এদিন স্পষ্ট ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। তিনি সরাসরি মুথ না খুললেও, আইনি-জটে পঞ্চায়েত ভোট প্রক্রিয়ার বিলম্বে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন সমস্ত কাজ-কর্ম বন্ধ। এদিকে রাজ্যজুড়ে ঝড়-জল চলছে।

সামনেই আবার বর্ষাকাল। বন্যা নিয়ন্ত্রণের কাজও হচ্ছে না। তিনি এদিন ডিপিআর প্রস্তুত রাখতে বলেন সংশ্লিষ্ট দফতরকে। তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনের ফলে কাজে যাতে অবহেলা না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

[আরও পড়ুন:সিপিএমের দেখানো পথে এবার বিজেপিও, অনলাইন মনোনয়ন গ্রহণের আর্জি হাইকোর্টে][আরও পড়ুন:সিপিএমের দেখানো পথে এবার বিজেপিও, অনলাইন মনোনয়ন গ্রহণের আর্জি হাইকোর্টে]

English summary
Mamata Banerjee has constituted a high-power inquiry committee on meet issue. She builds eight members committee in leadership of Chief Secretary,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X