For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কবে বের হতে পারে মাধ্যমিকের ফল, আর কোথায় বা দেখা যাবে রেজাল্ট, জেনে নিন এক ক্লিকে

মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে মার্চ মাসে। মাঝখানে কেটে গিয়েছে একটা মাস। এখন রেজাল্ট বের হওয়ার পালা। মে মাসের শেষে বা জুন মাসের প্রথম সপ্তাহেই মাধ্যমিকের ফল ঘোষণার সম্ভাবনা

Google Oneindia Bengali News

এবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে মার্চ মাসে। মাঝখানে কেটে গিয়েছে একটা মাস। এখন রেজাল্ট বের হওয়ার পালা। মে মাসের শেষে বা জুন মাসের প্রথম সপ্তাহেই মাধ্যমিকের ফল ঘোষণার সম্ভাবনা রয়েছে। যদিও মধ্যশিক্ষা পর্যদ এখনও পর্যন্ত সেভাবে ফল বের করার কোনও দিন নিশ্চিত করেনি।

মাধ্যমিকের ফল কী ভাবে জানবেন

গতবার মাধ্যমিকের ফল বের হয়েছিল মে মাসের শেষ সপ্তাহে। পরীক্ষাও শেষ হয়েছিল মার্চ মাসের শেষদিকে। গত কয়েক বছর ধরেই দেখা গিয়েছে মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়া থেকে ফল বেরনোর মধ্যে ২ মাসের অন্তর থাকে। এবারও সেটাই হবে মনে করা হচ্ছে। ফলে ২ মাসের হিসাব ধরলে মে মাসের শেষ সপ্তাহেই মাধ্যমিকের ফল ঘোষণার যাবতীয় সম্ভাবনা।

২০১৮ সালের মাধ্যমিক পরীক্ষায় ১১,০২,৯২১ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি। সবমিলিয়ে ৬,২১,২৬৬ জন মেয়ে এবারের মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হয়েছে। ছেলের সংখ্য়া সেই তুলনায় একটু কম, ৪,৮১,৫৫৫। এবার মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়েছে। সবমিলিয়ে ২,৮১৯টি কেন্দ্রে।

মাধ্যমিকের ফল দেখতে ছাত্ররা এই ওয়েবসাইটগুলিতে লগ-অন করতে পারে-

  • www.wbbse.org
  • wbresults.nic.in
  • results.banglarmukh.net

তবে স্মরণে রাখতে ফল দেখার সময় আগে থেকে হাতের কাছে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর নিয়ে রাখতে হবে।
এছাড়াও SMS-এ ফল পাওয়া যাবে। এর জন্য টাইপ করতে হবে WB10 এবং তারপরে স্পেস দিয়ে রোল ও নম্বর দিতে হবে। খেয়াল রাখতে হবে রোলও নম্বরের মধ্যে যেন কোনও স্পেস না থাকে। এরপর এসএমসটি পাঠাতে হবে ৫৮৮৮৮৭১, ৫৪২৪২, ৫৬৭৬৭৫০ এবং ৫৬২৬৩ নম্বরে।

English summary
Students can get the result update in online. So Madhyamik students of West Bengal can follow this process. So get inform that how one can get the Madhyamik Result in Online.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X