For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিবিআই হেফাজতে সুদীপের নিরাপত্তা নিয়ে শঙ্কা নয়নার

আজ মঙ্গলবার রাতেই দিল্লি রওনা দেবেন দলের লোকসভা এবং রাজ্যসভার তৃণমূলের সাংসদরা। বুধবার দুপুর আড়াইটে থেকে রাজধানীর বুকে ধর্ণায় বসবেন তারা।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৪ জানুয়ারি : সিবিআই হেফাজতে থাকাকালীন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন তাঁর স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়। শুধু প্রশ্ন তোলা নয়, বিধাননগর থানায় এই বিষয়ে লিখিত অভিযোগও জানিয়েছেন নয়না বন্দ্যোপাধ্যায়। বিধাননগর উত্তর বিধাননগর থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। তবে কেন সিবিআই হেফাজতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে শঙ্কিত নয়না, সেই বিষয়ে সংবাদমাধ্যমের কাছে কিছুই জানতে নারাজ শাসকদলের এই বিধায়ক।[রোজভ্যালি কাণ্ডে সিবিআই-এর হাতে গ্রেফতার সুদীপ বন্দ্যোপাধ্যায়]

তবে সূত্রে জানা গিয়েছে ঘনিষ্ঠমহলে তিনি জানিয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় শারীরিক ভাবে অসুস্থ, তাঁকে সেইভাবে চিকিৎসা না করানোও হতে পারে। আর সেই আশঙ্কা থেকেই সিবিআই হেফাজতে সুদীপের নিরাপত্তা নিয়ে চিন্তিত তাঁর স্ত্রী। শুধু তাই নয়, সুদীপের মুখ দিয়ে কথা বের করাতে মানসিকভাবে তাঁকে চাপ দেওয়ানোও হতে পারে বলে মনে করছেন তিনি।[(ছবি) সারদা-রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে গ্রেফতার তৃণমূলের যে বড় মাথারা!]

সিবিআই হেফাজতে সুদীপের নিরাপত্তা নিয়ে শঙ্কা নয়নার

অন্যদিকে, মঙ্গলবার রাতেই ভুবনেশ্বর সিবিআই দফতরে নিয়ে যাওয়া হয় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। আর এরপর থেকেই সেখানকার সিবিআই দফতরে বাড়ানো হয় নিরাপত্তা। দফতরের বাইরে বাড়ানো হয়েছে রাজ্য পুলিশ। কাউকে সিবিআই দফতরের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। যদিও বিধায়ক অখিল গিরি পুলিশের সাহায্যে সিবিআই দফতরে ঢুকে রোজভ্যালি-কাণ্ডে ধৃত দুই সাংসদ তাপস পাল এবং লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন।[সারদাতেও নাম জড়াল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের, মিডল্যান্ড পার্কের অফিসে বৈঠক]

অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের প্রতিবাদে আজ বুধবার সকাল থেকেই বিক্ষোভে ফেটে পড়েন সেখানকার তৃণমূল কর্মী, সমর্থকরা। ভুবনেশ্বর সিবিআই দফতরের বাইরে বিধায়ক অখিল গিরির নেতৃত্বে চলে বিক্ষোভ। সংবাদমাধ্যমের কাছে অখিলবাবু অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার রাজনৈতিকভাবে তৃণমূলের সঙ্গে লড়াই করতে ব্যথ। আর সেই কারনেই অন্যায়ভাবে সিবিআইকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তাঁর।[সুদীপের গ্রেফতারি, জাতীয় রাজনীতিতে অভিভাবকহীন হয়ে পড়ল তৃণমূল কংগ্রেস]

English summary
life of sudip in cbi custody is feared
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X