সবচেয়ে দেরিতে অফিস যাত্রা অভ্যাস করে ফেলেছে কলকাতাবাসী, বলছে সমীক্ষা
কলকাতার নিত্য অফিস যাত্রীরা নাকি অন্যান্য শহরের মানুষের তুলনায় দেরি করে অফিস যায়। এমনকি ফেরেও দেরি করে। কলকাতা শহরের গতিও নাকি অন্য সমস্ত মেট্রো শহরের তুলনায় মন্থর!

অনলাইন ক্যাব বুকিং সংস্থা ওলা ও উবের বিভিন্ন মেট্রো শহরের উপর এক সমীক্ষা চালিয়ে জানিয়েছে যে কলকাতা শহরের গড় গতি ১৯.৪ কিলোমিটার প্রতি ঘন্টা, যেখানের হায়দ্রাবাদের গড় গতি সর্বাধিক, প্রায় ২৪.৯ কিলোমিটার প্রতি ঘন্টা। দিল্লি ও চেন্নাইয়ের গড় গতি যথাক্রমে ২৩.৫ এবং ২৩.১ কিলোমিটার প্রতি ঘন্টা। মুম্বাই ও ব্যাঙ্গালোরের মতো শহরে অন্যন্য শহরের তুলনায় বেশি যানজট হওয়া সত্ত্বেও সেখানের গড় গতি কলকাতার তুলনায় বেশি। মুম্বাই ও ব্যাঙ্গালোরের গড় গতি যথাক্রমে ২২.৭ এবং ২১.২ কিলোমিটার প্রতি ঘন্টা।
ওই সমীক্ষায় আরও জানা যাচ্ছে যে কলকাতার নিত্য অফিস যাত্রীদের অফিসে পৌঁছানোর জন্য ক্যাব বুক করার গড় সময় সকাল ১১টা ১৩ মিনিট, যা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। যেখানে ব্যাঙ্গালোর, পুনে ও দিল্লির অফিসযাত্রীদের কর্মস্থলে যাওয়ার জন্য ক্যাব বুক করার গড় সময় যথাক্রমে ৯টা ৩০, ৯ টা ৪১ এবং ৯টা ৪২ মিনিট। মুম্বাই ও চেন্নাইয়ের মানুষেরা অফিসে পৌঁছানোর জন্য ক্যাব বুক করে গড়ে ১০ টা ১২, এবং ১০ টা ১৪ মিনিটে।
ওই সমীক্ষায় দেখা গেছে যে কলকাতার মানুষেরা অফিস থেকে ফেরেও তুলনামূলক ভাবে অনেক দেরি করে। কর্মস্থল থেকে বাড়ি ফেরার গড় সময় সন্ধ্যা ৬টা বেজে ৫২ মিনিট। কর্মস্থল থেকে সবচেয়ে তাড়াতাড়ি ফেরে হায়দ্রাবাদের অফিস যাত্রীরা। তাদের ফেরার সময় গড়ে ৬টা ১৭ মিনিট। দিল্লি ও চেন্নাইয়ের মানুষেরাও অফিস থেকে গড়ে ৬.৩০ মিনিটের ফিরে যায় বলে জানা যাচ্ছে ওই সমীক্ষায়।
ওলা ও উবেরের তরফে অবশ্য প্রশংসাও করা হয়েছে কলকাতার। কলকাতাবাসীর মধ্যে যে হলুদ ট্যাক্সির পাশাপাশি ওলা ও উবেরের জনপ্রিয়তাও প্রবল, এ কথাও মেনে নিয়েছে তারা। ওলা ও উবেরের বাইকেরও চাহিদাও যে তুঙ্গে তাও জানানো হয়েছে সংস্থার তরফ থেকে।