For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টরের স্ত্রীর সংস্থায় তল্লাশি, সিবিআই-পুলিশ দ্বন্দ্বে নয়া মোড়

সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর নাগেশ্বর রাওয়ার স্ত্রীর স্ত্রীর সংস্থায় তল্লাশি চালাল কলকাতা পুলিশ। শুক্রবার নাগেশ্বর রাওয়ের দুটি ঠিকানায় কলকাতা পুলিশ তল্লাশি চালায়।

Google Oneindia Bengali News

সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর নাগেশ্বর রাওয়ার স্ত্রীর স্ত্রীর সংস্থায় তল্লাশি চালাল কলকাতা পুলিশ। শুক্রবার নাগেশ্বর রাওয়ের দুটি ঠিকানায় কলকাতা পুলিশ তল্লাশি চালায়। এই ঘটনায় সিবিআই বনাম কলকাতা পুলিশ দ্বন্দ্ব নতুন মোড় নিল। সূত্রে খবর, সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টরের সংস্থার বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছিল।

সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টরের স্ত্রীর সংস্থায় তল্লাশি

রবিবার কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমারের বাড়িতে অভিযান চালাতে আসে সিবিআই। সিবিআইয়ের ৪০ জনের টিম রাজবী কুমারের বাড়িতে এলেও কলকাতা পুলিশ কমিশনারের বাড়িতে ঢুকতে বাধা পায়। তারপর মুখ্যমন্ত্রী স্বয়ং রাজীব কুমারের পাশে দাঁড়ান। কেন্দ্রের এই সিবিআই জুজু দেখানোর প্রতিবাদে ধরনায় বসেন।

এরই মধ্যে একপ্রস্থ নাটক হয়। অভিযোগ, সিবিআইয়ের আধিকারিকদের জোর করে শেক্সপিয়ার থানায় নিয়া যাওয়া হয়। তারপর সিবিআইয়ের রাজ্য দফতরেও পুলিশ পাঠানো হয়। সিবিআই পাল্টা কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠায়। খানিক পরেই কেন্দ্রীয় বাহিনী দখল নেয় সিডিও কমপ্লেক্সের। এই অবস্থায় সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টরের সংস্থায় তল্লাশি করে কলকাতা পুলিশ চ্যালেঞ্জ জারি রাখল।

এদিন নাগেশ্বর রাওয়ের স্ত্রীর সংস্থা অ্যাঞ্জেলিয়া মার্সেন্টাইলের দফতরে হানা দেয় পুলিশ। এর আগেও একবার ওই সংস্থায় হানা দিয়েছিল কলকাতা পুলিশ। ওই সংস্থার বিরুদ্ধে বউবাজার থানায় একটি আর্থিক তছরূপের অভিযোগ দায়ের হয়। খতিয়ে দেখায় হয় নাগেশ্বর রাও ও তাঁর স্ত্রীর সঙ্গে ওই সংস্থার লেনদেনের বিষয়টি।

English summary
Kolkata police starts investigation in the office of ex CBI director Nageswar Rao’s wife.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X