For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

KMC Election: ফিরহাদ হাকিমের ১০ বছরের চেষ্টা সফল! তৃণমূলে যোগ দিলেন সিপিএম-এর সংখ্যালঘু মহিলা কাউন্সিলর

কলকাতার ছোট লালবাড়ির দখলে তৃণমূলের আগেই প্রার্থী তালিকা তালিকা ঘোষণা করেছে বামেরা। অনেকদিন পরে এমন ঘটনা ঘটল। যদিও প্রার্থী তালিকা ঘোষণার পরেই ভাঙন সিপিএম (CPIM)-এ। কলকাতা পুরসভার নির্বাচনে (kolkata municipal corpor

  • |
Google Oneindia Bengali News

কলকাতার ছোট লালবাড়ির দখলে তৃণমূলের আগেই প্রার্থী তালিকা তালিকা ঘোষণা করেছে বামেরা। অনেকদিন পরে এমন ঘটনা ঘটল। যদিও প্রার্থী তালিকা ঘোষণার পরেই ভাঙন সিপিএম (CPIM)-এ। কলকাতা পুরসভার নির্বাচনে (kolkata municipal corporation election 2021) দলীয় টিকিট না পেয়ে প্রাক্তন সিপিএম (CPIM) কাউন্সিলর বিলকিস বেগম (Bilkish Begum) পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) উপস্থিতিতে এদিন তৃণমূলে (Trinamool Congress) যোগ দেন।

 ফিরহাদের মুখে প্রশংসা

ফিরহাদের মুখে প্রশংসা

এদিন তৃণমূলে যোগদানের মঞ্চে বিলকিস বেগমকে ৭৫ নম্বর ওয়ার্ডের সব থেকে সফল কাউন্সিলর বলে বর্ণনা করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, এদিনের এই যোগদানে তিনি খুশি, কেননা সেই সফল মহিলা তৃণমূলে যোগ দিচ্ছেন। ফিরহাদ হাকিম বলেন, তাঁরা এরপর থেকে একসঙ্গে কাজ করবেন।

বিধায়ক হওয়ার পর থেকেই চেষ্টা

বিধায়ক হওয়ার পর থেকেই চেষ্টা

এদিন ফিরহাদ হাকিম বলেন, তিনি যবে থেকে পোর্টের বিধায়ক হয়েছেন, তবে থেকেই চেষ্টা ছিল বিলকিস বেগমকে নিয়ে, যাতে তিনি তৃণমূলে যোগ দেন। অবশেষে এদিন সফল। কেননা বিলকিস বেগম তৃণমূলে যোগ দিচ্ছেন। ফিরহাদ হাকিম বলেন, কাউন্সিলরের থেকে বড় কিছু হয়ে দলে থাকবেন তিনি। এরপরেই তিনি তুমুল কড়তালির মধ্যে তৃণমূলের পতাকা তুলে দেন বিলকিস বেগমের হাতে। পরিয়ে দেন তৃণমূলের উত্তরীয়।

দিদির কাজ দেখে উদ্বুদ্ধ

দিদির কাজ দেখে উদ্বুদ্ধ

সংবাদ মাধ্যমের সামনে নিজের দলবদল প্রসঙ্গে বিলকিস বেগম বলেন, দিদির কাজ দেখে উদ্বুদ্ধ হয়েই সিপিএম ছাড়ার সিদ্ধান্ত তিনি নিয়েছেন।

টিকিট না পেয়ে ক্ষুব্ধ

টিকিট না পেয়ে ক্ষুব্ধ

২০১০ সালে ৭৫ নম্বর ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত হয়ে যাওয়া তৎকালীন মেয়র পারিষদ ফৈয়াজ আহমেদ খানের জায়গায় বিলকিস বেগমকে টিকিট দেয় সিপিএম। ২০১০-এর পরে ২০১৫-তেও তিনি ৭৫ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হন। এরপর ২০১৮ সালে পুর আইন সংশোধন করে যখন ফিরহাদ হাকিমকে মেয়র পদে বসানো হয়, সেই সময় এই বিলকিস বেগমই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে বলেছিলেন, এই সংশোধনী অসাংবিধানিক। তৃণমূলের দাপটের সময়েও তাঁকে পুরসভার অধিবেশনে বামেদের তরফে সামনের সারিতে দেখা গিয়েছে। এবার ৭৫ নম্বর ওয়ার্ডে সেই বিলকিস বেগমকে সরিয়ে সিপিএম প্রার্থী করে ফৈয়াজ আহমেদ খানকে। সূত্রের খবর অনুযায়ী, সিপিএম-এর প্রার্থী তালিকায় নিজের নাম না দেখে ক্ষুব্ধ এই নেত্রী দলত্যাগের সিদ্ধান্ত নেন। এবং ফিরহাদ হাকিমের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। বিলকিস বেগমের দলত্যাগে এলাকায় সিপিএম তথা বামেরা ধাক্কা খেল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

একসঙ্গে নির্বাচন হলেই লুটপাটে ভয়! তৃণমূল সরকারকে তীব্র কটাক্ষ দিলীপেরএকসঙ্গে নির্বাচন হলেই লুটপাটে ভয়! তৃণমূল সরকারকে তীব্র কটাক্ষ দিলীপের

English summary
Praises Mamata Banerjee CPIM councillor Bilkish Begum joins TMC in presence of Firhad Hakim
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X