For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৪ ঘণ্টার মধ্যেই ফের হৃদয় প্রতিস্থাপন! সাফল্যের হ্যাটট্রিকে ইতিহাসের অপেক্ষায় কলকাতা

২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের হৃদয় প্রতিস্থাপন হবে কলকাতায়। রবিবার রাতে কলকাতার সঙ্গে অন্ধ্রপ্রদেশের হৃদয়ের বন্ধন ঘটেছে। এবার হৃদয় আসবে পাটনা থেকে।

  • |
Google Oneindia Bengali News

২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের হৃদয় প্রতিস্থাপন হবে কলকাতায়। রবিবার রাতে কলকাতার সঙ্গে অন্ধ্রপ্রদেশের হৃদয়ের বন্ধন ঘটেছে। এবার হৃদয় আসবে পাটনা থেকে। মুকুন্দপুরে রবীন্দ্রনাথ টেগোর হাসপাতালে হৃৎপিণ্ড প্রতিস্থাপন হবে হাওড়ার রাখি মণ্ডলের। বিমানবন্দর থেকে গ্রিন করিডোর করে হাসপাতালে আসবে হৃৎপিণ্ড।

২৪ ঘণ্টার মধ্যেই ফের হৃদয় প্রতিস্থাপন! সাফল্যেক হ্যাটট্রিকে ইতিহাসের অপেক্ষায় কলকাতা

পূর্ব ভারতে এটা হবে তৃতীয়বার হৃদয় প্রতিস্থাপন। আর দ্বিতীয় ও তৃতীয় হৃৎপিণ্ড প্রতিস্থাপনের মধ্যে সময়ের ব্যবধান মাত্র ২৪ ঘণ্টার। পরপর তিনবার হৃদয়ের সফল প্রতিস্থাপনে ইতিহাস তৈরি হবে রাজ্যে, মনে করছে চিকিৎসকমহল। সেই প্রস্তুতি সারা। এখন শুধু অপেক্ষা পাটনা থেকে হৃদয় আসার। তার জন্য বিমানবন্দর থেকে ইএমবাইপাস ধরে গ্রিন করিডোরের ব্যবস্থাও প্রস্তুত।

রবিবার রাতে কলকাতার ফর্টিস হাসপাতালে সমীরণ দত্তের শরীরে হৃদয় প্রতিস্থাপন হয়। অন্ধ্রপ্রদেশের যুবকের হৃৎপিণ্ড প্রতিষ্ঠাপিত হয় সমীরণের শরীরে। দুর্ঘটনায় মৃত্যু হয় অন্ধ্রপ্রদেশের ২৪ বছরের যুবক সূর্যনারায়ণ রামুর। অন্ধ্রপ্রদেশের অ্যাপোলো হাসপাতালে রামুর ব্রেন ডেথের পর অঙ্গদান করে দেয় পরিবার।

২৪ ঘণ্টার মধ্যেই ফের হৃদয় প্রতিস্থাপন! সাফল্যেক হ্যাটট্রিকে ইতিহাসের অপেক্ষায় কলকাতা

অ্যাপোলো হাসপাতালের সেই দলই রামুর শরীর থেকে হৃদয় নিয়ে বিশেষ বিমান আসেন কলকাতায়। রামুর হদয় গ্রহণ করেন ৫২ বছরের সমীরণ দত্ত। এর আগে দিলচাঁদের সিংয়ের হৃদয় প্রতিস্থাপন হয়েছিল। সেই চিকিৎসকরাই এদিন সমীরণবাবুর শরীরে হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়। রাত ১২টা ২০ মিনিটে হৃৎপিণ্ড পৌঁছয় হাসপাতালে। রাত আড়াইটায় শেষ হয় অপারেশন।

গত মে মাসে দিলচাঁদ সিংয়ের শরীরে হৃৎপিন্ড প্রতিস্থাপন হয়েছিল। জচিল অস্ত্রোপচার পর তিনি এখন সুস্থ। রবিবার রাতে দিলচাঁদের মতো সমীরণ দত্তের শরীরের অন্যের হৃদয় বাসা বাঁধল। ২৪ ঘণ্টার মধ্যে ফের হাওড়ার রাখি মণ্ডলের শরীরের অন্যের হৃৎপিণ্ড স্থান পাবে। বিহারের পাটনায় দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তির ব্রেন ডেথ ঘোষণার পর তাঁর হৃৎপিণ্ড আনা হচ্ছে কলকাতায়।

English summary
Kolkata creates history in heart transplant within 24 hours again. It is third time in a row kolkata is success to re-establish heart,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X