For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পার্থর বদলে বেহালা পশ্চিমে দিদির সুরক্ষা কবচের দায়িত্বে কে? তাৎপর্যপূর্ণ উত্তর দেবাশিস কুমারের

২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতেছে ২১৩ টি আসনে। শুধু এই ২১৩ টি আসনেই নয়, সবকটি বিধানসভা কেন্দ্রে দিদির সুরক্ষা কবচের কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। যেসব কেন্দ্রে তৃণমূলের বিধায়ক রয়েছে, সেই কেন্দ্রে দায়িত্ব তিনিই সাম

  • |
Google Oneindia Bengali News

২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতেছে ২১৩ টি আসনে। শুধু এই ২১৩ টি আসনেই নয়, সবকটি বিধানসভা কেন্দ্রে দিদির সুরক্ষা কবচের কর্মসূচি তৃণমূল কংগ্রেসের।

যেসব কেন্দ্রে তৃণমূলের বিধায়ক রয়েছে, সেই কেন্দ্রে দায়িত্ব তিনিই সামলাবেন। স্বভাবতই প্রশ্ন উঠছে জেলবাসী পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্র বেহালা-পশ্চিমে কে সেই দায়িত্ব সামলাবেন। সাংবাদিক সম্মেলনে এব্যাপারে প্রশ্ন এড়িয়ে গেলেন দক্ষিণ কলকাতা তৃণমূলের সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস কুমার।

বেহালা পশ্চিম নিয়ে তৎপরতা

বেহালা পশ্চিম নিয়ে তৎপরতা

তিনদিন পরেই শুধু দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। সেদিকে লক্ষ্য রেখে এদিন বেহালার পর্ণশ্রীর একটি কমিউনিটি হলে সাংবাদিক সম্মেলন করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সেখানে হাজির ছিলেন দক্ষিণ কলকাতা তৃণমূলের সাংগঠনিক জেলার সভাপতি তথা রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার। ছিলে বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ও। তবে সেখানে কেউই মুখে আনেননি পার্থ চট্টোপাধ্যায়ের কথা।

 সবাই জিতেছেন ঘাসফুল প্রতীকে

সবাই জিতেছেন ঘাসফুল প্রতীকে

সাংবাদিকরা বারে বারে পার্থ চট্টোপাধ্যায়ের নাম তুলে ধরে প্রশ্ন করতে থাকেন। সেই সময় দেবাশিস কুমার বলেন, বেহালা পূর্ব থেকে রত্না চট্টোপাধ্যায় জিতেছেন। রাসবিহারী থেকে তিনি জিতেছেন, আবার বেহালা পশ্চিম থেকে অন্য কেউ জিতেছেন। যেই জিতুননা কেন, এই জয়ে কারও ব্যক্তিগত ক্যারিশমা নেই। সবাই জোড়া ফুল প্রতীকে জিতেছেন। তিনি আরও বলেন, দল যাঁকে যখন যে দায়িত্ব দেয়, তখন সে সেই দায়িত্ব পালন করে। পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করে বিষয়টিকে বিচারাধীন বলে মন্তব্য করে তিনি বলেন, এব্যাপারে কোনও মন্তব্য করবেন না।

পার্থকে নিয়ে প্রশ্নের উত্তরে কী হবে

পার্থকে নিয়ে প্রশ্নের উত্তরে কী হবে

সাংবাদিকদের প্রশ্ন ছিল, কুড়ি বছরের বেশি সময় বেহালা-পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। সেই এলাকায় পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন তো উঠবেই। উত্তরে দেবাশিস কুমার বলেন, দিদির সুরক্ষা কবচে তাঁদেরকে ১৫ টি প্রকল্প নিয়ে বলতে বলা হয়েছে। সেই তালিকায় এই বিষয়ের উল্লেখ নেই।

যৌথ দায়িত্বের ইঙ্গিত

যৌথ দায়িত্বের ইঙ্গিত

রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার বলেন, স্থানীয় মানুষ স্থানীয় বিধায়কের পরিষেবা না পেলেও, তা আশপাশের এলাকার যে কোনও বিধায়ক দিতে পারেন। তিনিও তা দিতে পারেন, কিংবা রত্না চট্টোপাধ্যায়ও দিতে পারেন।
১১ জানুয়ারি থেকে রাজ্যে শুরু হতে যাওয়া দিদির সুরক্ষা কবচের কর্মসূচি বেহালা পশ্চিমে কার নেতৃত্বে হবে, তা এখনও ঠিক হয়নি। তবে দেবাশিস কুমারের উত্তরে ইঙ্গিত আশপাশেরে এলাকার বিধায়করা সেই কর্মসূচি সামলে দেবেন।
গত ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারের ছয়দিন পরে তাঁকে দলের সব পদ এবং মন্ত্রীত্ব থেকে সরিয়ে দেয় তৃণমূল। নাম না করে পার্থ চট্টোপাধ্যায়কে ধানের বড় পোকা বলে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমরা। যদিও পার্থ চট্টোপাধ্যায় বারে বারেই বলেছেন তিনি দলের সঙ্গেই আছেন।

Suvendu Adhikari: ম্যানগ্রোভ উপড়ে মাছচাষের পুকুর করছে তৃণমূল! ভিডিও শেয়ার করে বিস্ফোরক শুভেন্দু অধিকারীSuvendu Adhikari: ম্যানগ্রোভ উপড়ে মাছচাষের পুকুর করছে তৃণমূল! ভিডিও শেয়ার করে বিস্ফোরক শুভেন্দু অধিকারী

English summary
Joint leadership of TMC will carry out Didi's Suraksha Kawach Programme in Behala West, hints Debashis Kumar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X