For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ ফের যাদবপুরে মিছিল করবে এবিভিপি, বিশৃঙ্খলার আশঙ্কা

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৯ মে : যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে ফের একবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। আজ সোমবার ফের একবার মিছিল করবে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি বা অখিল ভারত বিদ্যার্থী পরিষদ।

শুক্রবার রাতে যাদবপুরে একটি সিনেমা দেখানোকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই ঘটনায় এবিভিপি ও বিশ্ববিদ্যালয়ের বাম মনস্ক ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র বাদানুবাদ ও হাতাহাতি হয়।

আজ ফের যাদবপুরে মিছিল করবে এবিভিপি, বিশৃঙ্খলার আশঙ্কা

সেই ঘটনার পরে এবিভিপির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিছিল করে। সেই ঘটনার প্রেক্ষিতে পাল্টা কর্মসূচী হিসাবে এদিন সোমবার মিছিল করবে এবিভিপি।

এদিন গোলপার্ক থেকে এবিভিপির মিছিল যাবে যাদবপুর ৮বি বাসস্য়ান্ড পর্যন্ত। আর এই মিছিল ঘিরেই ফের একবার বিশ্ববিদ্য়ালয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছেন অনেকে।

এদিন বিশ্ববিদ্য়ালয়ে বি টেক-এর সবকটি বর্ষের পরীক্ষা রয়েছে। এছাড়া কয়েকটি বিষয়ের স্নাতকোত্তরের প্রবেশিকা পরীক্ষাও রয়েছে। সকাল ১১টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত পরীক্ষা চলবে। তার মাঝে বিকেল ৩টে নাগাদ এবিভিপির এই কর্মসূচী তাতে প্রভাব ফেলবে বলেই আশঙ্কা করছেন অধ্যাপক থেকে শুরু করে অভিভাবকেরা।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস জানিয়েছেন, কেউ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে মিছিল করতেই পারেন। তবে তা যেন শিক্ষার পরিবেশকে ব্যাহত না করে। এভিভিপির তরফেও বিশৃঙ্খলা না হওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তবে তা কতোদূর সম্ভব হবে সেটা সময়ই বলবে।

English summary
Jadavpur University row : ABVP to organise a protest rally today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X