For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘শুধু মৌখিক ঘোষণায় হবে না’, ডিএ মামলায় রাজ্যকে কী নির্দেশ দিল হাইকোর্ট

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানোর বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই হাইকোর্ট নির্দেশ দিল মুখে বললে হবে না, বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

  • |
Google Oneindia Bengali News

রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাকি রয়েছে দীর্ঘদিন। পুজোর আগে চাপের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, জানুয়ারি থেকে ১৫ শতাংশ ডিএ দেওয়া হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর মুখের কথাই সব নয়। হাইকোর্ট তাই নির্দেশ দিল, 'শুধু মৌখিক ঘোষণা করলেই হবে না। ডিএ নিয়ে শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করতে হবে।'

সোমবার ডিএ সংক্রান্ত মামলায় হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রে ও বিচারপতি তপোব্রত দত্তের ডিভিশন বেঞ্চ জানতে চায়, কবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, বুধবারের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেইমতো হলফনামা আকারে তা পেশ করার নির্দেশ দেয় আদালত।

ডিএ মামলায় রাজ্যকে কী নির্দেশ দিল হাইকোর্ট

উল্লেখ্য, নজরুল মঞ্চে রাজ্য সরকারি কর্মচারীদের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ২০১৮-র জানুয়ারি থেকে ১৫ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়া হবে। বাকি ৩৯ শতাংশ ডিএ-ও ২০১৯-র মধ্যে মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আমাকে বলতে হবে না। আমি ব্যবস্থা করতে পারলেই মিটিয়ে দেব।'

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর এদিনই প্রথম শুনানি হল ডিএ মামলার। আইএনটিইউসি সমর্থিত কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ও ইউনিট ফোরামের করা মহার্ঘভাতা মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট এদিন রাজ্য সরকারকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, শুধু মুখের কথা নয়, ডিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করতে হবে বুধবারের মধ্যে। তারপরই এই মামলার পরবর্তী শুনানি হবে।

English summary
High Court orders to Mamata’s government to issue Notification in DA case.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X