For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাসনাবাদে সংঘর্ষে গুলি! সিপিএম-এর মদতে 'এমন' হামলা, আর কী বলল তৃণমূল

হাসনাবাদে তৃণমূল কর্মীর ওপর গুলি চালানোর ঘটনায় গ্রেফতার ৫ বিজেপি কর্মী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার এলাকায় তৃণমূল ও বিজেপির সংঘর্ষ হয়। সেখানেই গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী সইফুল সর্দার।

  • |
Google Oneindia Bengali News

হাসনাবাদে তৃণমূল কর্মীর ওপর গুলি চালানোর ঘটনায় গ্রেফতার ৫ বিজেপি কর্মী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার এলাকায় তৃণমূল ও বিজেপির সংঘর্ষ হয়। সেখানেই গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী সইফুল সর্দার। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসনাবাদে সংঘর্ষে গুলি! সিপিএম-এর মদতে এমন হামলা, আর কী বলল তৃণমূল

জেলায় জেলায় পঞ্চায়েত নিয়ে সংঘর্ষ অব্যাহত। উত্তপ্ত উত্তর ২৪ পরগনার হাসনাবাদের কালীবাড়ি এলাকাও। বুধবার পতাকা ছেঁড়ের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় তৃণমূল ও বিজেপির সংঘর্ষ হয়। একে অপরের দলীয় পতাকা ছিঁড়ে দেয় বলে অভিযোগ। এই বচসা থেকে চলে বোমা-গুলি। অভিযোগ, বিজেপির দিকে থেকে আসা গুলিতে আহত হন তৃণমূল কর্মী সইফুল সর্দার। বুকে গুলি লাগায় আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে হাসনাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে পাঠানো হয় আরজি করে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসনাবাদ ব্লকে গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রার্থী আনোয়ার সর্দারের ভাই সইফুল সর্দার। টার্গেটে আনোয়ার থাকলেও ভুল করে তার ভাইকেই গুলি করা হয় বলে অভিযোগ তৃণমূলের। তৃণমূলের অভিযোগ, সিপিএম-এর মদতেই বিজেপি এই হামলা চালিয়েছে। উত্তেজনা থাকায় এলাকায় র‍্যাফ মোতায়েন করা হয়।

English summary
Five BJP workers are arrested by the police in connection with the firing on TMC activists in Hasnabad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X