For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যপাল দিলেন রাজ্যকে স্বস্তি, মেয়র পদে বাধা কাটতেই নস্ট্যালজিক ফিরহাদের মনোনয়ন

অবশেষে রাজ্যপালের সম্মতি মেলায় স্বস্তিতে রাজ্য সরকার। বাধা কাটল ফিরহাদ হাকিমের মনোনয়নে।

  • |
Google Oneindia Bengali News

অবশেষে রাজ্যপালের সম্মতি মেলায় স্বস্তিতে রাজ্য সরকার। বাধা কাটল ফিরহাদ হাকিমের মনোনয়নে। রাজ্যপালের সম্মতি মেলার পরই বুধবার কলকাতা পুরসভার সচিবের কাছে মেয়র পদে মনোনয়ন জমা দিচ্ছেন তিনি। আগামী ৩ ডিসেম্বর পুর অধিবেশনে ফিরহাদের মনোনয়ন নিয়ে ভোটগ্রহণ হবে। তারপরই মেয়র পদে শপথগ্রহণ করবেন শোভনের বদলি।

রাজ্যপালের সম্মতি, স্বস্তি রাজ্যের

রাজ্যপালের সম্মতি, স্বস্তি রাজ্যের

সম্প্রতি কলকাতা পুরসভার সংশোধনী বিল আনা হয়েছে রাজ্য বিধানসভায়। সেই সংশোধনী বিল রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাঠে পাঠানোও হয়েছিল। একইসঙ্গে সেই সংশোধনী বিল নিয়ে চলছিল বিতর্কও। তবে রাজ্যপাল বিলে সম্মতি প্রদান করেছেন। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের সঙ্গে কথা বলেই সম্মতি দিয়েছেন বিলে।

পার্থর পর কথা এজির সঙ্গে

পার্থর পর কথা এজির সঙ্গে

প্রসঙ্গত উল্লেখ্য, ২২ নভেম্বর বিধানসভায় কলকাতা পুরসভার সংশোধনী বিল পাস করে রাজ্য। এই বিল নিয়ে সোমবার রাজ্যের পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে একপ্রস্থ আলোচনা করেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। তারপর মঙ্গলবার অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে আলোচনার মেলে সম্মতি। আর রাজ্যপালের সম্মতি মিলতেই সব সমস্যার সমাধান।

সংবিধান বিরোধী, বলছে সিপিএম

সংবিধান বিরোধী, বলছে সিপিএম

ধীযদিও সিপিএম তা নিয়ে উষ্মাপ্রকাশ করেছে। প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য বলেছেন, এই সংশোধনী বিল সম্পূর্ণ বেআইনি এবং সংবিধান বিরোধী। তাঁর কথায়, সংবিধানের একাধিক ধারার সঙ্গে এই বিল একেবারেই সাযুজ্যপূর্ণ নয়। সংবিধানের সঙ্গে সাযুজ্য না রেখে রাজ্য কোনও আইন পাস করতে পারে না।

আদালতে যাওয়ার হুমকি

আদালতে যাওয়ার হুমকি

সিপিএম এই আঙ্গিকে পুরসভার সংশোধীন বিল পাস নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঙ্কার দিয়েছে। সিপিএমের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যপালের সম্মতিসূচক বিজ্ঞপ্তি প্রকাশের পরই আমরা আদালতে যাওয়ার ভাবনাচিন্তা করব। প্রয়োজনে আমরা মামলা করব। পুর আইনের এই বিষয়টি নিয়ে রাজ্যপাল, নয় রাষ্ট্রপতির সম্মতি প্রয়োজন বলে মনে করি আমরা।

English summary
Firhad Hakim submits nomination for Mayor of KMC. Governor Keshrinath Tripathi signs on the amendment bill of KMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X