For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বড় বিপদ থেকে রক্ষা! তিন সপ্তাহের মধ্যে ফের অগ্নিকাণ্ডের ঘটনা মহাকরণে

ফের মহাকরণে অগ্নিকান্ডের ঘটনা। মহাকরণের ২ নম্বর ব্লকে আইটি রুমে এই আগুন লাগে বলে জানা যায়। একেবারে হু হু করে কালো ধোঁয়া বের হতে দেখা যায় বলে জানা যায়। আর তা দেখতে পেয়েই কর্তব্যরত পুলিশ আধিকারিকদের খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্

  • |
Google Oneindia Bengali News

ফের মহাকরণে অগ্নিকান্ডের ঘটনা। মহাকরণের ২ নম্বর ব্লকে আইটি রুমে এই আগুন লাগে বলে জানা যায়। একেবারে হু হু করে কালো ধোঁয়া বের হতে দেখা যায় বলে জানা যায়। আর তা দেখতে পেয়েই কর্তব্যরত পুলিশ আধিকারিকদের খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে তাঁরা ঘটনাস্থলে ছুটে আসে।

তিন সপ্তাহের মধ্যে ফের অগ্নিকাণ্ডের ঘটনা মহাকরণে

শুধু তাই নয়, দমকলকেও খবর দেওয়া হয়। কিন্তু খুব একটা বড় কিছু অঘটন ঘটার আগেই তা আয়ত্তে নিয়ে আসা হয় বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

আজ শনিবার এমনিতে ছুটির দিন। ফাঁকাই ছিল মহাকরণ। এর মধ্যেই হঠাত করেই পৌনে আটটা নাগাদ ২ নম্বর ব্লকে আইটি রুমে আগুন লাগার ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। যদিও যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করা হয়। যদিও ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনে ফেলা হয়।

তবে মনে করা হচ্ছে তথ্য প্রযুক্তি দফতরের ফাঁকা ঘরে দরজার ফ্রেমে এই আগুন প্রথম লাগে। আর তা মুহূর্তে ছড়িয়ে পড়ে বলে খবর। যদিও ঠিক কি কারণে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। তবে বিদ্যুতের ওয়ারিং থেকেই এই আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে। আর তা শর্ট সার্কিট হয়েছে বলেও মনে করা হচ্ছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ এবং দমকলের উচ্চ পদস্থ আধিকারিকরা।

ঠিক কি কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হবে বলে জানা জাচ্ছে। তবে মহাকরণের আইটি রুমে এই ঘটনায় ঠিক ক্ষয়ক্ষতি কি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেই খবর। বলে রাখা প্রয়োজন, গত ১৬ অগাস্ট আগুন লেগেছিল মহাকরণের স্বরাষ্ট্র দফতরে। একেবারে দাউ দাউ করে জ্বলে ওঠে দফতরের ঘরটি।

এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। একাধিক ফাইল এবং কপম্পিউটার পুরে যায়। বিশেষ করে বাংলা থেকে যারা বিদেশে যাচ্ছেন এমন সমস্ত তথ্য ওই ঘবরে রাখা থাকত এবং সার্ভারে থাকত। কিন্তু ওই অগ্নিকান্ডে সমস্ত কিছু পুড়ে যায় বলে অভিযোগ। আর এই ঘটনার মধ্যেই ফের মহাকরণে আগুন।

মাত্র ৩ সপ্তাহের মধ্যেই ফের মহাকরণে এই আগুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে বলেই খবর। শুধু তাই নয়, ঘটনায় বিতর্কও শুরু হয়েছে। অন্তঘাতের অভিযোগ বিরোধীদের। যদিও এই সমস্ত অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে শাসকের তরফে। দুর্ঘটনা বলেই দাবি রাজ্যের.

নাসার আর্টেমিস-১ চাঁদে পাড়ি দেওয়ার আগেই বিপত্তি! ধাক্কা খেল নাসার অভিযান নাসার আর্টেমিস-১ চাঁদে পাড়ি দেওয়ার আগেই বিপত্তি! ধাক্কা খেল নাসার অভিযান

English summary
Fire incident again in writers building kolkata within 3 weeks
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X