For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিবেকানন্দ রোডে ভয়াবহ আগুন, দমকলের ২০টি ইঞ্জিন আয়ত্তে আনল পরিস্থিতি

শুক্রবার শহরের কর্মব্যস্ত সময়ে বড়সড় অগ্নিকান্ডের ঘটনা ঘটল বিবেকানন্দ রোডে।

  • By Aveek Banerjee
  • |
Google Oneindia Bengali News

শুক্রবার শহরের কর্মব্যস্ত সময়ে বড়সড় অগ্নিকান্ডের ঘটনা ঘটল বিবেকানন্দ রোডে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ঘটনাস্থলে গিয়ে দমকলের ২০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।

বিবেকানন্দ রোডে ভয়াবহ আগুন, দমকলের ২০টি ইঞ্জিন আয়ত্তে আনল পরিস্থিতি

দমকল ও স্থানীয় সূত্রের খবর, এদিন বেলা আড়াইটা নাগাদ আচমকাই বিবেকানন্দ রোডে সিমলা ব্যায়াম সমিতির কাছে একটি কাপড়ের গোডাউনে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ভরে যায় চারিপাশ ভোরে যেতেই খবর দেওয়া হয় দমকলে। প্রথমে দমকলের ৯টি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ করে।

এরপর আরও কিছু ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ করে। প্রায় ২০টি ইঞ্জিনের চেষ্টায় আয়ত্ত্বে আসে সেই আগুন। প্রায় যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করা হয় বলে জানা গিয়েছে। এদিনই বহুতলের উপরের তলাগুলি খালি করে দেওয়া হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছান দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি জানান, আমরা চাই দ্রুততার সঙ্গে আগুন নেভানোর। তারই কাজ করা হচ্ছে। তারপর খতিয়ে দেখা হবে কিভাবে আগুন লাগলো। এখানে দমকলের সিনিওর অফিসাররাও রয়েছেন। যাতে সব কিছু ভালোভাবে মেটানো যায় তারই চেষ্টা চালাচ্ছে দমকল কর্মীরা।

দমকলের তরফ থেকে জানানো হয়েছে, এখানে ঢোকার মোট চারটি গেট রয়েছে। যদিও আগুন ছড়িয়ে পড়ায় সবকটি গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে পারছেন না দমকল কর্মীরা। দুটি গেট দিয়ে তাঁরা ভিতরে ঢুকেছেন। যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। গোডাউনটির অগ্নি নির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

English summary
Fire in Vivekananda road, 20 firetender defuse fire
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X