For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কার দখলে বাংলার গ্রাম! অপেক্ষা আর এক রাতের, নির্বাচন কমিশন দিল কড়া নির্দেশিকা

রাজ্য নির্বাচন কমিশন বুধবার সিদ্ধান্ত নিয়েছে, যতক্ষণ না সমস্ত কেন্দ্রের ভোট গণনা শেষ হচ্ছে, ততক্ষণ বিজয় মিছিল করা যাবে না।

Google Oneindia Bengali News

বৃহস্পতিবার পঞ্চায়েত ভোট গণনা। এই ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কোনও বিজয় মিছিল করা যাবে না। রাজ্য নির্বাচন কমিশন বুধবার সিদ্ধান্ত নিয়েছে, যতক্ষণ না সমস্ত কেন্দ্রের ভোট গণনা শেষ হচ্ছে, ততক্ষণ বিজয় মিছিল করা যাবে না। এই মর্মে রাজ্য প্রশাসনকে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে কমিশন।

কার দখলে বাংলার গ্রাম! অপেক্ষা আর এক রাতের, নির্বাচন কমিশন দিল কড়া নির্দেশিকা

এদিনই নির্বাচন কমিশনের তরফে নবান্নে চিঠি লেখা হয়। রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ করপুরকায়স্থ ও এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মাকে চিঠি পাঠানো হয়েছে। সুষ্ঠুভাবে ভোট গণনার কাজ শেষ করার জন্য রাজ্যের আইনশৃঙ্খলা ঠিক রাখতে আর্জি জানানো হয়েছে। রাজ্যের পুলিশের কাছে অনুরোধ করা হয়েছে, যাতে রাজ্য পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

[আরও পড়ুন: ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনীর দাবি! এসডিওকে জুতো সরকারি কর্মীদের][আরও পড়ুন: ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনীর দাবি! এসডিওকে জুতো সরকারি কর্মীদের]

বৃহস্পতিবার সকাল থেকে ভোট গণনা শুরু হবে। যেহেতু এবারের নির্বাচন ব্যালট পেপারে হয়েছে, সেইহেতু ভোট গণনা শেষ করতে বিলম্ব হবে, এটাই স্বাভাবিক। সমস্ত রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের সেজন্য ধৈর্য্য করতেও অনুরোধ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। অহেতুক উত্তেজনা সৃষ্টি করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসনও। উল্লেখ্য, ভোট গণনা শেষ করতে বৃহস্পতিবার রাত গড়িয়ে যেতে পারে। তাই শুক্রবারের আগে বিজয় মিছিল বের করা সম্ভব হবে না।

<span class=[আরও পড়ুন: ছাপ্পা ভোটে জিততে চান না তৃণমূল প্রার্থী! 'ধন্যি মেয়ে'র 'কালীপতি দত্ত' হলেন তিনি]" title="[আরও পড়ুন: ছাপ্পা ভোটে জিততে চান না তৃণমূল প্রার্থী! 'ধন্যি মেয়ে'র 'কালীপতি দত্ত' হলেন তিনি]" />[আরও পড়ুন: ছাপ্পা ভোটে জিততে চান না তৃণমূল প্রার্থী! 'ধন্যি মেয়ে'র 'কালীপতি দত্ত' হলেন তিনি]

English summary
Election Commission orders not to do rally of victory before counting of Panchayat election of West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X