For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বালাকোটে শুধুই ট্রেলার ছিল, সিনেমা এখনও বাকি! তৃণমূল বাদুড়ের মতো ঝুলে, বললেন দিলীপ

বালাকোটে শুধুই ট্রেলার ছিল। সিনেমা বাকি আছে। বলেছেন দিলীপ ঘোষ।

  • |
Google Oneindia Bengali News

বালাকোটে শুধুই ট্রেলার ছিল। পুরো সিনেমা এখনও বাকি আছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী কাশ্মীরে ৩৭০ ধারার বিলোপ নিয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কার্যত ছিন্ন করেছেন। এছাড়াও ইমরান খান পুলওয়ামার মতো হামলার হুঁশিয়ারিও দিয়েছেন। এপ্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, সেক্ষেত্রে সার্জিক্যাল স্ট্রাইক কিংবা এয়ার স্ট্রাইক ছিল ট্রেলার। সিনেমা বাকি আছে। দিলীপ ঘোষের মতে আজাদ কাশ্মীরের মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য এইসব বলছেন ইমরান।

বালাকোটে শুধুই ট্রেলার ছিল, সিনেমা বাকি! তৃণমূল বাদুড়ের মতো ঝুলে, বললেন দিলীপ

কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর এবার রামমন্দির নিয়ে আশাবাদী বিজেপি। এবিষয়ে আশার বাণী শুনিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি। তিনি বলেছেন, ভগবান রামের ইচ্ছায় রামমন্দির হবে। সূত্রের খবর অনুযায়ী, দেশে রামমন্দিরের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। দেশের মানুষের ইচ্ছাকে বিজেপি মর্যাদা দিতে চায় বলেও জানিয়েছেন দিলীপ ঘোষ।

৩৭০ ধারা বিলোপ নিয়ে দিলীপ ঘোষ বলেন, দেশের ও কাশ্মীরের মানুষরাও এই ধারার পক্ষে ছিলেন না। কয়েকটি দল বাদ দিয়ে দেশের সাধারণ মানুষ সরকারের পদক্ষেপকে সমর্থন করেছেন বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকেও কটাক্ষ করেছেন তিনি বলেছেন, এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যাতে কেন্দ্রের পদক্ষেপের বিরোধিতায় অনেক দলই লুপ্ত হয়ে যেতে পারে। যার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়কে অস্বীকার করেননি। তাঁর রাজনৈতিক বাধ্যবাধকতা এই যে ধারা বিলোপে কেন্দ্রের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তৃণমূল সংসদে বাদুড়ের মতো ঝুলে আছে বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

English summary
Dilip Ghosh criticises the the steps of TMC on abolosh of Article 370
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X