For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘সততার প্রতীক এখন ‘দুর্নীতির বটগাছ’-এ পরিণত! মেহুল-কাণ্ডেও মমতাকে জড়ালেন দিলীপ

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সাড়ে ১১ হাজার কোটি টাকার দুর্নীতিতে কেন্দ্রের বিজেপি সরকারের ভূমিকা যখন প্রশ্নের মুখে, তখন চুপ করে বসে না থেকে কোমর বেঁধে নামল রাজ্য বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সাড়ে ১১ হাজার কোটি টাকার দুর্নীতিতে কেন্দ্রের বিজেপি সরকারের ভূমিকা যখন প্রশ্নের মুখে, তখন চুপ করে বসে না থেকে কোমর বেঁধে নামল রাজ্য বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সরাসরি তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

‘সততার প্রতীক এখন ‘দুর্নীতির বটগাছ’-এ পরিণত! মেহুল-কাণ্ডেও মমতাকে জড়ালেন দিলীপ

[আরও পড়ুন: অস্থায়ী কর্মীদের চাকরি ৬০ বছর পর্যন্ত সুনিশ্চিত, খোলা মঞ্চে খুশির ঘোষণা মমতার ][আরও পড়ুন: অস্থায়ী কর্মীদের চাকরি ৬০ বছর পর্যন্ত সুনিশ্চিত, খোলা মঞ্চে খুশির ঘোষণা মমতার ]

তিনি বলেন, রাজ্যের ওয়েবসাইট দেখলেই বোঝা যাবে এই দুর্নীতিকাণ্ডে কাদের যোগ রয়েছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে 'দুর্নীতির বটগাছ' বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, 'সততার প্রতীক এখন 'দুর্নীতির বটগাছ'-এ পরিণত হয়েছেন। চিটফান্ড কেলেঙ্কারি থেকেই সেই প্রমাণ দিয়ে চলেছেন আমাদের মুখ্যমন্ত্রী।'

দিলীপবাবুর দাবি, 'একাধিক অনুষ্ঠানে রাজ্যের অর্থমন্ত্রীর সঙ্গে অভিযুক্ত মেহুল চোকসিকে দেখা গিয়েছে। সেই ছবিও রয়েছে রাজ্যের ওয়াবসাইটেই। বেঙ্গল গ্লোবাল সামিটে মেহুল চোকসির সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী।' দিলীপবাবুর অভিযোগ, যখন নীরব মোদীর বিরুদ্ধে অডিট চলছে তখনও মেহুল চোকসির সঙ্গে বৈঠক করেছেন তিনি।

এ প্রসঙ্গেই তাঁর নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, 'আসলে সারদা থেকে রোজভ্যালি, নারদ- সর্বত্রই দুর্নীতির মুখ হিসেবে রাজ্যের মানুষের কাছে একটা নামই উঠে এসেছে, সেটা 'সততার প্রতীক' মমতা বন্দ্যোপাধ্যায়। আর আবারও এক দুর্নীতিতে জড়িয়ে গেল তাঁর সরকারের এক মন্ত্রী। আসলে 'দুর্নীতির বটগাছ' মমতা। তাঁর সমস্ত শাখা-প্রশাখায় ছড়িয়ে রয়েছে এক-একটা দুর্নীতি।'

এদিন তিনি সারদা কেলেঙ্কারি নিয়েও তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি বলেন, 'সারদা কেলেঙ্কারির ৩০ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছিলেন। সেই ৫০০ কোটির মধ্যে ২৫০ কোটি টাকার কোনও হিসেব নেই। আসলে রাজ্যে একটা দুর্নীতির সরকার চলছে।'

English summary
BJP state President Dilip Ghosh attacks to CM Mamata Banerjee on Mehul Choksi Issue for Corruption. He revealed picture of Amit Mitra and Mehul Choksi,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X