
পর পর ২টি স্ট্রোকে সব শেষ, মাত্র ৬৭ বছরেই প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়
একাধিকবার পর পর স্ট্রোক। মারা গেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং সিপিএম নেতা মানব মুখোপাধ্যায়। বয়স হয়েিছল ৬৭ বছর। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ভর্তি ছিলেন হাসপাতালেও। মঙ্গলবার সকাল ১১.১০ নাগাদ স্ট্রোক হয় তাঁর। তার কিছুক্ষণের মধ্যেই আবারও একটি স্ট্রোক হয়। ১১.৪৫ মিনিট নাগাদ মারা যান তিনি।

বাম আমলের গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলেছেন তিনি। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাজ্যের বাম নেতারা। আগামীকাল তাঁর শেষকৃত্য হওয়ার কথা। আজ পিস হেভেনে রাখা থাকবে মরদেহ। তার আগে চক্ষুদান করা হবে তাঁর। আগে থেকে মরনোত্তর চক্ষুদানের কথা বলে গিয়েছিলেন তিনি। আগামীকাল সকাল ১০টা নাগাদ বেলেঘাটায় সিপিএম জোন অফিসে নিয়ে যাওয়া হবে তাঁর দেহ।
তারপরে সকাল ১১টায় পার্টি রাজ্য দফতর নিয়ে যাওয়া হবে প্রয়াত প্রাক্তন মন্ত্রী এবং বাম নেতার দেহ। সাড়ে ১১টা৪ নাগাদ জেলা দফতরে নিয়ে যাওয়া হবে তাঁর দেহ। তারপরে সাড়ে ১২টা নাগাদ কলকাতা মেডিকেল কলেজে তাঁর দেহ দান করা হবে। মরনোত্তর দেহ দান করে গিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়।
একধাক্কায় কলকাতার তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস