For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতায় হতে চলেছে দেশের সর্ববৃহৎ ইন্ডোর স্পোর্টস স্টেডিয়াম

কলকাতার হতে চলেছে দেশের সর্ববৃহৎ ইন্ডোর স্পোর্টস স্টেডিয়াম। যাতে একসঙ্গে ১৫ হাজার ৪০০ জন মানুষ বসে খেলা দেখতে পারবেন।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৩ ডিসেম্বর : কলকাতার হতে চলেছে দেশের সর্ববৃহৎ ইন্ডোর স্পোর্টস স্টেডিয়াম। যাতে একসঙ্গে ১৫ হাজার ৪০০ জন মানুষ বসে খেলা দেখতে পারবেন।

কলকাতার উপকণ্ঠে রাজারহাটের নিউ টাউন এলাকায় এই স্টেডিয়াম তৈরি হবে বলে প্রস্তাব হয়েছে। কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এখন মোট ১২ হাজার লোক ধরে। এদিকে দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে ১৪ হাজার ৩৪৮ জনের বসার জায়গা রয়েছে।

কলকাতায় হতে চলেছে দেশের সর্ববৃহৎ ইন্ডোর স্পোর্টস স্টেডিয়াম

হিডকো চেয়ারম্যান দেবাশিস সেন জানিয়েছেন, নিউ টাউনে এই স্টেডিয়াম হলে তা দেশের মধ্যে সবচেয়ে বড় ইন্ডোর স্টেডিয়ামে পরিণত হবে। এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রিন সিটি প্রকল্প অনুযায়ী নতুন প্রস্তাবিত স্টেডিয়ামের পুরো বিদ্যুতই খরচ হবে সৌরশক্তি থেকে।

ইকো পার্কের অদূরে এই স্টেডিয়ামের জন্য মোট ১০ একর জায়গা রাজ্য সরকার দেবে। এই ইন্ডোর স্টেডিয়ামে মূলত খো-খো, কাবাডি, ব্যাডমিন্টন, বাস্কেটবল, টেবল টেনিস ইত্যাদি খেলা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে প্রকল্পের নকশা তৈরির কাজ চলছে বলে জানানো হয়েছে।

এছাড়া স্টেডিয়ামে জিম, পোশাক বদলের জায়গা, ড্রেসিংরুম ইত্যাদি থাকবে বলে জানানো হয়েছে। এছাড়া স্টেডিয়াম এলাকার জায়গা বিভিন্ন অফিসকে ভাড়া দিয়ে আয় বাড়ানোর চেষ্টা করা হবে।

English summary
Courty's largest indoor sports arena planned in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X