For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর পাল্টা দিতে নির্দেশ মমতার, ২৮শে জবাবি-সভার আগে প্যান্ডেল-কটাক্ষে বিজেপি

মেদিনীপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৃষি কল্যাণ সমাবেশের দিনক্ষণ ঘোষণার পরই পাল্টা সভার ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। মোদীর পাল্টা তৃণমূলের সেই সভার আয়োজনে সিলমোহর পড়ল একুশের মঞ্চে।

Google Oneindia Bengali News

মেদিনীপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৃষি কল্যাণ সমাবেশের দিনক্ষণ ঘোষণার পরই পাল্টা সভার ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। মোদীর পাল্টা তৃণমূলের সেই সভার আয়োজনে সিলমোহর পড়ল একুশের মঞ্চে। একুশে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, মেদিনীপুরের ওই একই ময়দানে তৃণমূল পাল্টা সভা করবে ২৮ জুলাই।

মোদীর পাল্টা দিতে নির্দেশ মমতার, ২৮শে জবাবি-সভার আগে প্যান্ডেল-কটাক্ষে বিজেপি

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিজেপিকে কটাক্ষ করে বলেন, যারা প্যান্ডেল তৈরি করতে পারে না, তারা নাকি দেশ গড়বে। সেই আঙ্গিকেই বিজেপিকে মোদীর সভার পাল্টা দেবেন সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিম ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন ২৮ জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপিকে পাল্টা জবাব দিতে।

মেদিনীপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মঞ্চের একাংশ ভেঙে পড়ে বিপত্তি বেধেছিল। তা নিয়ে বিব্রত হয়েছিল আয়োজকরা। তাঁরা পাল্টা তোপ দেগেছিলেন রাজ্য প্রশাসনের দিকে। তা নিয়ে চাপানউতোর চলেছে দুই পক্ষের মধ্যে। এমনকী স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে প্রতিনিধি দল পাঠিয়ে তদন্তও চলছে।

মঞ্চ ভেঙে পড়ার নেপথ্যে কার দায় তা নিয়ে যখন বাক্-যুদ্ধ চলছে, তখনই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী যে ময়দানে সভা করে গিয়েছিলেন, সেখানে তৃণমূল পাল্টা সভা করবে। বিজেপি যে দেশ চালানোর উপযুক্ত নয়, তারা একটা প্যান্ডেলও গড়তে পারে না, সেই প্রসঙ্গে তোপ দাগবে তৃণমূল নেতৃত্ব।

এর আগে পুরুলিয়ায় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সভা করে যাওয়ার পর পাল্টা সভা করেছিল তৃণমূল। সেখানে তৃণমূলের তিন মন্ত্রী এক যোগে তোপ দেগেছিলেন বিজেপিকে। ফিরহাদ হাকিম, শশী পাঁজা ও শুভেন্দু অধিকারীর আক্রমণের তির শুধু দিলীপ ঘোষ-মুকুল রায়দের দিকে ছিল না, তাঁরা তোপ দেগেছিলেন অমিত শাহ-নরেন্দ্র মোদীদের দিকও।

[আরও পড়ুন: ১ তারিখেই শুরু তৃণমূলের বিজেপি বিরোধী আগস্ট আন্দোলন][আরও পড়ুন: ১ তারিখেই শুরু তৃণমূলের বিজেপি বিরোধী আগস্ট আন্দোলন]

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাল্টা সভায় মমতা বন্দ্যোপাধ্যায় পাঠাচ্ছেন ছ-জন মন্ত্রী-সাংসদকে। শুভেন্দু-অভিষেকের সঙ্গে এই সভায় পাঠানো হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিমকে। মেদিনীপুর কলেজ গ্রাউন্ডে সভা করে তৃণমূল তাঁদের শক্তি প্রদর্শন করবে।

[আরও পড়ুন: আস্থাভোটে কোন অঙ্কে জয়ী বিজেপি, ২০১৯-এ 'গোল্লায় যাওয়ার বার্তা'য় ফাঁস মমতার][আরও পড়ুন: আস্থাভোটে কোন অঙ্কে জয়ী বিজেপি, ২০১৯-এ 'গোল্লায় যাওয়ার বার্তা'য় ফাঁস মমতার]

English summary
CM Mamata Banerjee orders to leadership to counter BJP in Midnapur. TMC will do counter rally of BJP in Midnapur College ground
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X