For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাগাড় কাণ্ডে উদ্বিঘ্ন সরকার! তদন্তভার গেল সিআইডির হাতে

ভাগাড় মাংসাকাণ্ডের তদন্তভার হাতে নিল সিআইডি। সিআইডি-র স্পেশাল সুপার(দক্ষিণ) এর দায়িত্বে থাকছেন। জানা গিয়েছে, বিষয়টি নিয়ে স্পেশাল ইনভেসটিগেটিং টিম তৈরি করবে সিআইডি।

  • |
Google Oneindia Bengali News

ভাগাড় মাংসাকাণ্ডের তদন্তভার হাতে নিল সিআইডি। সিআইডি-র স্পেশাল সুপার(দক্ষিণ) এর দায়িত্বে থাকছেন। জানা গিয়েছে, বিষয়টি নিয়ে স্পেশাল ইনভেসটিগেটিং টিম তৈরি করবে সিআইডি। এরপর যেসব এলাকা থেকে পচা মাংস বিক্রির অভিযোগ এসেছে, সেই সমস্ত এলাকায় যাবেন সেই টিমের সদস্যরা। প্রয়োজনে ভিনরাজ্যের যেতে পারে তদন্তকারী দল।

 ভাগাড় কাণ্ডে উদ্বিঘ্ন সরকার! তদন্তভার গেল সিআইডির হাতে

মাসখানেক আগে বজবজের ভাগাড়ের সামনে থেকে একটি গাড়িকে ধরার পর পচা মাংসের জাল সামনে আসে। এরপর ডায়মন্ডহারবার জেলা পুলিশের তরফে বিশেষ তদন্তকারীদল গঠন করা হয়। তারাই এতদিন ওই ঘটনার তদন্ত করছিল। তবে তদন্তভার হাতে নেওয়ার পর ডায়মন্ডহারবার জেলা পুলিশের তরফে তদন্তের যাবতীয় নথি সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে। কিছু প্রক্রিয়া এখনও চলছে।

জানা গিয়েছে, সিআইডি ইতিমধ্যেই জেলাভিত্তিক রিপোর্ট সংগ্রহ করেছে।

একের পর এক ভাগাড়ের তথ্য সামনে আসার পর থেকে চিন্তিত রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মুখ্যসচিব মলয় দে-র নেতৃত্বে আট সদস্যের কমিটি গঠন করার কথা জানিয়েছিলেন। স্বরাষ্ট্রসচিব, ডিজি, কলকাতার পুলিশ কমিশনার ছাড়াও কমিটিতে রয়েছেন স্বাস্থ্য সচিব, পুর ও নগর উন্নয়ন সচিব, প্রাণিসম্পদ উন্নয়ন সচিব, পঞ্চায়েত দফতরের সচিব।

English summary
CID will investigate the rotton meat cases in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X