For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবারও পুজো উদ্বোধনে ব্যস্ত মুখ্যমন্ত্রী! ধরবেন রং-তুলিও, জেনে নিন কবে-কোন সূচি

এবারেও পুজো উদ্বোধনে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাছাই করা ৫০টি পুজো উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে। ৫ অক্টোবর অর্থাৎ আগামী শুক্রবার থেকে তাঁর এই সূচি শুরু হচ্ছে।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

এবারেও পুজো উদ্বোধনে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাছাই করা ৫০টি পুজো উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে। ৫ অক্টোবর অর্থাৎ আগামী শুক্রবার থেকে তাঁর এই সূচি শুরু হচ্ছে। শুরুতেই থাকছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। বিকেল ৫ টায় মুখ্যমন্ত্রী যাবেন দলের বিধায়ক সুজিত বসুর ক্লাব শ্রীভূমিতে।

এবারও পুজো উদ্বোধনে ব্যস্ত মুখ্যমন্ত্রী! ধরবেন রং-তুলিও, জেনে নিন কবে-কোন সূচি


সূত্রের খবর, উত্তরবঙ্গ থেকে ফিরে বিমানবন্দরে নেমে মুখ্যমন্ত্রী সোজা চলে যাবেন শ্রীভূমিতে। ৮ অক্টোবর মহালয়ার দিন জাগো বাংলার পূজাবার্ষিকীর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সেদিন একটি গানের সিডিও প্রকাশ হবে। তারপর যাবেন ৯৫ পল্লী ও চেতলা অগ্রণীতে।

পুজোতেই রং-তুলিও ধরবেন মুখ্যমন্ত্রী। চেতলা অগ্রণীর প্রতিমার চোখ আঁকবেন তিনি। মেয়র পরিষদ রতন দে'র ৯৫ পল্লির মণ্ডপেরও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এরপর একে একে বাবুবাগান, মুদিয়ালি, শিবমন্দির, ত্রিধারা, একডালিয়া এভারগ্রিন, নাকতলা উদয়ন সঙ্ঘের পুজো মণ্ডপ উদ্বোধন করবেন। চতুর্থীর দিন উদ্বোধন করবেন সুরুচি সঙ্ঘ-সহ বেশ কিছু পুজো। ষষ্ঠী থেকে মুখ্যমন্ত্রী বাড়িতেই থাকবেন। সেখান থেকেই গোটা রাজ্যের ওপর নজর রাখার কাজ চলবে।

[আরও পড়ুন:ডোকরা আর পটচিত্রে দেবীর আরাধনা! চমক দিতে তৈরি মুদিয়ালি ক্লাব][আরও পড়ুন:ডোকরা আর পটচিত্রে দেবীর আরাধনা! চমক দিতে তৈরি মুদিয়ালি ক্লাব]

অন্যান্য বারের মতো এবারও শহর-শহরতলি এমন কী জেলা থেকেও কয়েকশো পুজো উদ্বোধনের আবেদন জমা পড়েছে মুখ্যমন্ত্রীর কাছে। মাত্র পঞ্চাশটি পুজোর উদ্যোক্তাদের সম্মতি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গত তিন বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীভূমির পুজো উদ্বোধন দিয়ে উদ্বোধনের সূচি শুরু করছেন। এবারেও তাই করবেন।

[আরও পড়ুন:ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়ে বসু বাড়ির 'কলারছড়া দুর্গাপুজো'-র আনন্দ আজও অটুট][আরও পড়ুন:ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়ে বসু বাড়ির 'কলারছড়া দুর্গাপুজো'-র আনন্দ আজও অটুট]

এবার শ্রীভূমিতে সিংহল রাজকন্যা তথা রাজপুত রানী পদ্মিনীর কাহিনি অবলম্বনে নির্মিত পদ্মাবত সিনেমার অনুকরণে তৈরি করা হয়েছে রাজ প্রাসাদ। গত বছর বাহুবলী সিনেমার ধাঁচে মণ্ডপ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিল শ্রীভূমি। এত ভিড় হয়েছিল যে, ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে সেরা 'ক্রাউড পুলার' পুজো হিসেবে চিহ্নিত হয়েছিল। এবার ১০০ ফুটের বেশি উচ্চতার মণ্ডপও কলকাতার পুজো মানচিত্রে সাড়া জাগাবে বলে আশাবাদী এই পুজোর মূল উদ্যোক্তা সুজিত বসু।

[আরও পড়ুন:দেবীর আরাধনায় শৈশব বাঁচাও-এর ডাক! বেহালা নতুন দলের এবারের আকর্ষণ][আরও পড়ুন:দেবীর আরাধনায় শৈশব বাঁচাও-এর ডাক! বেহালা নতুন দলের এবারের আকর্ষণ]

English summary
Chief Minister Mamata Banerjee will inaugurate about 50 Durga pujas this year. She will start these from 5th October by inaugurating Sreebhumi Sporting Club's puja.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X