For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলেজের নিয়োগেও দুর্নীতির অভিযোগ! সিবিআই তদন্তের দাবিতে সরব একাংশের চাকরিপ্রার্থীরা

প্রাথমিক এবং এসএসসির নিয়োগে দুর্নীতির অভিযোগে একাধিক মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই (CBI)। হাইকোর্টের (High Court) পর্যবেক্ষণে হচ্ছে তদন্ত। উভয় ক্ষেত্রেই বঞ্চিত চাকরিপ্রার্থীরা খুশি। এবার কলেজের (College) নিয়োগের (

  • |
Google Oneindia Bengali News

প্রাথমিক এবং এসএসসির নিয়োগে দুর্নীতির অভিযোগে একাধিক মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই (CBI)। হাইকোর্টের (High Court) পর্যবেক্ষণে হচ্ছে তদন্ত। উভয় ক্ষেত্রেই বঞ্চিত চাকরিপ্রার্থীরা খুশি। এবার কলেজের (College) নিয়োগের (recruitment) ক্ষেত্রেও সিবিআই তদন্তের দাবি উঠল। এদিন কলকাতায় ২০১৮ সিএসসি এমপ্যানেল্ড ক্যান্ডিডেটস অর্গানাইজেশনের তরফে সাংবাদিক বৈঠক করে এই দাবি তোলা হয়েছে।

কলেজের নিয়োগেও দুর্নীতির অভিযোগ! সিবিআই তদন্তের দাবিতে সরব একাংশের চাকরিপ্রার্থীরা

কম যোগ্যতা সম্পন্নদের চাকরি
সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়েছে, অঙ্ক ও সাঁওতালি বিষয়ে মেধা তালিকার বাইরের প্রার্থীদের নিয়োগ করা হয়েছে। আরও অভিযোগ, নেতা থেকে মন্ত্রী, তাঁদের আত্মীয়রা কম যোগ্যতা সম্পন্ন হলও তাঁদেরই নিয়োগ করা হয়েছে। তাঁদেরকে ইন্টারভিউডতে প্রায় পুরো নম্বর দেওয়ার অভিযোগও করেছেন মেধা তালিকাভুক্ত চাকরি প্রার্থীরা।

জড়িত তৃণমূলের নেতা-বিধায়করা
এক চাকরি প্রার্থী অভিযোগ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণিতে প্রথম প্রিয়ঙ্কা কুণ্ডু চাকরি না পেলেও, তৃণমূলের বিধায়ক সমীর পোদ্দারের জামাইকে চাকরি দেওয়া হয়েছে, বিধায়ক যে কলেজের পরিচালন সমিতিতে ছিলেন, সেখানে। অন্যদিকে এক তৃণমূল নেতার ভাইপো অসংরক্ষিত শ্রেণির প্রতিনিধি হলেও, তিনি সংরক্ষিত শ্রেণির প্রতিনিধি হিসেবে চাকরি পেয়েছেন। কেউ ওয়েটিং লিস্টের প্রার্থী না হলেও, কেন মেধা
তালিকাভুক্তরা চাকরি পাবেন না, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে চাকরি প্রার্থীদের মনে।

হাইকোর্টের নির্দেশ এখনও মানেনি কমিশন
মেধা তালিকাভুক্ত চাকরিপ্রার্থীরা এদিন অভিযোগ করেছেন হাইকোর্টের নির্দেশের পরেও যাঁরা চাকরি পেয়েছিলেন, তাঁদের নম্বর, কোন কলেজে চাকরি পেয়েছে, তাঁদের যোগ্যতা নিয়ে কোনও তথ্য কমিশন এখনও প্রকাশ করেনি। তাঁদের আরও অভিযোগ, সব কিছু ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে। কলেজ সার্ভিস কমিশনের পাশাপাশি শিক্ষামন্ত্রীকেও চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু তার উত্তর এখনও পাওয়া যায়নি। মুখ্যমন্ত্রীকে জানানো হলেও, তিনি
কোনও পদক্ষেপ করেননি।

চেয়ারম্যানের পদত্যাগ দাবি
কলেজ সার্ভিস কমিশনের মেধা তালিকা ভুক্তদের দাবি, ২০১৮ সালে নিয়োগ নিয়ে সিবিআই তদন্ত করাতে হবে, কেননা সেখানে দুর্নীতি হয়েছে। পাশাপাশি তাঁদের আরও দাবি দুর্নীতিতে যুক্তদের প্রত্যেকের শাস্তি। পাশাপাশি তাঁরা কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পদত্যাগও দাবি করেছেন।

মহারাষ্ট্রের রাজনৈতিক সংকটে নয়া মোড়! সুপ্রিম কোর্টে শিন্ডে শিবির, শুনানি সোমবারমহারাষ্ট্রের রাজনৈতিক সংকটে নয়া মোড়! সুপ্রিম কোর্টে শিন্ডে শিবির, শুনানি সোমবার

English summary
CBI investigation demand for recruitment through College Service Commission
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X