For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঐতিহ্যশালী কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের হাতে প্রহৃত অধ্যাপকেরা

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১ জুলাই : ফের শিক্ষাঙ্গনে ছাত্রদের বর্বরতার সামনে অসহায়ভাবে মার খেলেন শিক্ষকেরা। এবার ঘটনাটি ঘটল রাজ্যের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির অন্যতম বলে পরিচিত ঐতিহ্যশালী কলকাতা বিশ্ববিদ্য়ালয়ে।

আর এবারও শাসক দলের ছাত্র সংগঠন টিএমসিপির বিরুদ্ধে উঠেছে অভিযোগ। অধ্যাপকদের মারধরের পাশাপাশি উপাচার্য সুরঞ্জন দাসকেও ধাক্কা দেওয়ার অভিযোগ বহিরাগত তৃণমূল ছাত্র পরিষদ কর্মীদের বিরুদ্ধে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের হাতে প্রহৃত অধ্যাপকেরা


ঘটনা হল, একটি নির্দিষ্ট ইস্যুর ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সংগঠন এদিন উপাচার্যের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ করবে বলে ঠিক করে। সেইমতো অধ্যাপকেরা সেখানে উপস্থিত হলে দেখে সেখানে বহিরাগত কয়েকজন বসে জায়গা দখল করে রয়েছে। অভিযোগ, সকলেই বহিরাগত এবং তৃণমূল ছাত্র পরিষদের সদস্য।

অধ্যাপকদের অভিযোগ, বহিরাগতদের সরে যেতে বললেও তাঁরা সরেনি। এই নিয়ে দু'পক্ষের তর্ক হয়। কুটার সদস্যরা উপাচার্যের ঘরের সামনে না থেকে বাইরে অবস্থানে বসেন। খানিক পরে উপাচার্য সুরঞ্জন দাস সেখানে উপস্থিত হলে কুটার প্রতিনিধি শিক্ষকেরা তাঁর সঙ্গেই ভিতরে তাঁর ঘরে ঢোকেন।

অভিযোগ, সেই সময়ে ওই টিএমসিপি সদস্যরা অধ্য়াপকদের বাধা দেন, মারধর করেন। এমনকী উপাচার্যকেও ধাক্কা দেন।

যদিও তৃণমূলের তরফে গোটা ঘটনা অস্বীকার করা হয়েছে। বিরোধী রাজনৈতিক শক্তি বিশ্ববিদ্যালয়ে অশান্তির চেষ্টা করছে বলেও পাল্টা অভিযোগ করা হয়েছে। এমনকী শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও গোটা ঘটনাকে সংবাদমাধ্যমের একাংশ অতিরঞ্জিত করে দেখাচ্ছে বলেও তোপ দেগেছেন।

English summary
Calcutta University Vice Chancellor manhandled by members of TMC student wing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X