
টিকিয়া পাড়া কারশেডে বোমাতঙ্ক, ব্যাহত ট্রেন চলাচল
কালীপুজোর দিন ভাটপাড়ায় বোমা ভেটে এক বালিকার মৃত্যু হয়েছিল। সেখান থেকে বেশ কয়েকটি বোমা উদ্ধার হয়েছিল। তারপরেই আবার হাওড়ার টিকিয়াপাড়া কারশেডের কাছে বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার সকালে হঠাৎই রেল লাইনে ধারে বোমা পড়ে রয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। তারপরেই দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

ভাইফোঁটার সকালে হুলুস্থূল দক্ষিণ-পূর্ব রেলে। টিকিয়া পাড়া কারশেডের কাছে রেল লাইনের ধারে বোমা পড়ে থাকার অভিযোগ। খবর ছড়িয়ে পড়তেই তৎপরতা শুরু হয় আরপিএফের দফতরে। খবর পেয়েই আরপিএফের কর্মীরা ঘটনাস্থলে যান। সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল।
ঘটনাস্থলে তল্লাশি চালায় আরপিএফের কর্মীরা। মেটাল ডিটেক্টর এনে তল্লাশি চালানো হয়। প্রস্তুত রাখা হয়েছিল বোম্ব স্কোয়াডও। কিন্তু সন্দেহজনকত তেমন কিছু উদ্ধার হয়নি ঘটনাস্থল থেকে। তবে তল্লাশি অভিযানের জেরে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল ট্রেন চলাচল। বেশ কিছুক্ষণ বন্ধ ছিল ট্রেন চলাচল। প্রবল সমস্যায় পড়েন ট্রেন যাত্রীরা। একাধিক দূর পাল্লার ট্রেনের দেরী হয়েছে ছাড়তে।
কয়েকদিন আগে ভাটপাড়ায় রেল লাইনের ধারায় বোমা ফেটে এক শিশুর মৃত্যু হয়েছিল। ঘটনাস্থল থেকে একাধিক বোমা উদ্ধার হয়েছিল। তারপর থেকে লাগাতার লাইনের ধারে তল্লাশি চালাচ্ছে রেল পুলিশ। ভাটপাড়ায় একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। একের পর এক বোমা উদ্ধারে পুলিশ প্রশাসনকে তীব্র নিশানা করেছে বিরোধীরা। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ তীব্র আক্রমণ শানিয়েছেন রাজ্যের পুলিশ প্রশাসনকে।