For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বার্ড ফ্লু আতঙ্ক ছড়িয়েছে আলিপুর চিড়িয়াখানায়ও

বার্ড ফ্লু আতঙ্ক ছড়িয়েছে আলিপুর চিড়িয়াখানায়ও

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

বার্ড ফ্লু আতঙ্ক ছড়িয়েছে আলিপুর চিড়িয়াখানায়ও। দেশজুড়ে যখন ক্রমশ ছড়াতে বার্ড ফ্লু থাকা আতঙ্কের জেরে নাভিশ্বাস উঠছে ফ্রম মালিকদের। সারা দেশের সমস্ত পশুশালায় সেন্ট্রাল জু' অথরিটি সতর্কবার্তা পাঠিয়েছে৷ সেই আতঙ্কের আবহ ছড়িয়েছে আলিপুর চিড়িয়াখানা তেও। ফ্লু-র সতর্কতায় ঢিলেমি দিতে এক্কেবারেই নারাজ আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষও৷ কারণ, নানা প্রজাতির হাজার খানেক পাখি রয়েছে এই পশুশালায়। তাই সংক্রমণ এড়াতে পাখিদের উপর নিবিড় পর্যবেক্ষণ চালানো হচ্ছে আলিপুর চিড়িয়াখানার তরফে।

বার্ড ফ্লু আতঙ্ক ছড়িয়েছে আলিপুর চিড়িয়াখানায়ও

চিড়িয়াখানা সূত্রে খবর, ইতিমধ্যেই পাখিদের খাঁচা, গাছ ও জলাশয়গুলিতে বিশেষ জীবাণুনাশক ছড়ানো হচ্ছে। চিড়িয়াখানার পাখি ও পরিযায়ী পাখিদের উপর নজরদারি চালাচ্ছে কর্তৃপক্ষ। পরীক্ষা করা হচ্ছে পাখিদের বর্জ্য পদার্থ। চিড়িয়াখানায় যেখানে পাখির খাঁচা রয়েছে সেখানে বিশেষ রাসায়নিক স্প্রে করা হচ্ছে। পাখির বর্জ্য পদার্থ থেকে ভাইরাস সংক্রমণের আশঙ্কায় চিড়িয়াখানায় রাসায়নিক স্প্রে করার কাজ শুরু হয়েছে। এছাড়াও খাঁচার ভিতরে পাখির আচরণে নজর রাখছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পরিযায়ী পাখির থেকে যেন সংক্রমণ না ছড়ায় সেদিকেও নজর রাখা হচ্ছে। প্রসঙ্গত, বার্ড ফ্লু ভাইরাস বহনকারী হাইলি প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জার অন্যতম বাহক হল পরিযায়ীরা৷

চিড়িয়াখানার অধিকর্তা আশিসকুমার সামন্ত জানিয়েছেন, চিড়িয়াখানায় সব পাখির খাঁচাগুলোতে কড়া নজরদারি চালানোর কথা বলে হয়েছে কর্মীদের। তিনি জানান, 'পাখিদের উপর নজরদারি করা তো বটেই, এর পাশাপাশি খাঁচায় জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। আমরা পুকুরেও স্প্রে করছি।'

English summary
Bird Flu scare in Alipore Zoo
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X