For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রয়াত জগমোহন ডালমিয়া : বিসিসিআই, সিএবির দায়িত্ব এবার কার হাতে?

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২১ সেপ্টেম্বর : শেষপর্যন্ত শারীরিক অসুস্থতার কাছে হার মানলেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার রাতে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন ভারতীয় ক্রিকেট বোর্ড তথা সিএবি সভাপতি জগমোহন ডালমিয়া (৭৫)।

ভারতীয় ক্রিকেটের সবচেয়ে দক্ষ পরিচালকদের অন্যতম হিসাবে সারা ক্রিকেট বিশ্বে সুনাম রয়েছে জগমোহন ডালমিয়ার। ভারতীয় ক্রিকেটকে আর্থিকভাবে সমৃদ্ধশালী করে ক্রিকেট বিশ্বের সেরা শক্তি হিসাবে তুলে ধরতে এই মানুষটির অবদান প্রশ্নাতীতভাবে সবচেয়ে বেশি।

প্রয়াত জগমোহন ডালমিয়া : বিসিসিআই, সিএবির দায়িত্বে এবার কে?

ভারতীয় বোর্ড সভাপতি হওয়া ছাড়াও আইসিসি সভাপতি হন তিনি। এছাড়া সিএবি-র সভাপতি হিসাবে তো দীর্ঘদিন কাজ করেছেন। স্পট ফিক্সিংয়ের জেরে এন শ্রীনিবাসনকে সরে দাঁড়াতে হলে ফের অন্তর্বতীকালীন বিসিসিআই সভাপতি হন ডালমিয়া। পরে এবছরই সর্বসম্মতিক্রমে কোনও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ফের একবার পুরো সময়ের জন্য বিসিসিআই সভাপতি নির্বাচিত হন তিনি।

তবে বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতার জন্য বোর্ডের কাজ সেভাবে করতে পারছিলেন না তিনি। গুরুত্বপূর্ণ কোনও কাজ করাতে হলে বা বৈঠক থাকলে তা সারতে কলকাতায় জগমোহন ডালমিয়ার বাড়িতেই তা সারা হচ্ছিল। বোর্ড সচিব অনুরাগ ঠাকুরই মোটামুটিভাবে সবকিছু সামলাচ্ছিলেন।

ফলে ডালমিয়াজির হঠাৎ প্রয়াণে ভারতীয় বোর্ড ও সিএবি সভাপতির পদ একসঙ্গে খালি হয়ে গেল। কে বসবেন এই দুই পদে তা নিয়ে খানিক প্রশ্ন রয়েছে। বোর্ডের ক্ষেত্রে যেমন অনুরাগ ঠাকুরই যেভাবে দায়িত্ব সামলাচ্ছিলেন তেমন সামলাবেন বলে জানা গিয়েছে।

অন্যদিকে সিএবি সভাপতির পদ ঘিরে আগ্রহ তুঙ্গে। এমনিতে সচিব পদে কাজ করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি সভাপতি পদে লড়তে ইচ্ছুক হবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন। যদি হন তাহলে সেটা একটা অপশন হতে পারে। আর নাহলে রাজ্যের কোনও শাসক দলের নেতাও সভাপতি পদে দাঁড়াতে পারেন। কারণ ইদানিং সময়ে সিএবিতে তৃণমূলের দাপট অনেক বেড়েছে। ডালমিয়াজির প্রয়াণের পর যা আরও অনেকটা বাড়বে বলেই মনে করা হচ্ছে।

English summary
BCCI chief Jagmohan Dalmiya dies of cardiac arrest
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X