For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শত্রুঘ্ন সিনহা বহিরাগত! 'ইউজ অ্যাড থ্রো' করা হয়েছে বলে বিস্ফোরক মন্তব্য বাবুলের

শত্রুঘ্ন সিনহা বহিরাগত! 'ইউজ অ্যাড থ্রো' করা হয়েছে বলে বিস্ফোরক মন্তব্য বাবুলের

  • |
Google Oneindia Bengali News

মন্ত্রিত্ব থেকে অন্যায় ভাবে সরিয়ে দেওয়া হয়েছে! স্পষ্ট কথায় ইউজ অ্যাড থ্রো করা হয়েছে বলে বিস্ফোরক দাবি করলেন বাবুল সুপ্রিয়। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র এবং আসানসোল লোকসভায় উপ নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। ভোট হবে আগামী আগামী ১২ এপ্রিল। সেই মতো বালিগঞ্জ কেন্দ্র থেকে এবার প্রার্থী করা হয়েছে বাবুল সুপ্রিয়কে। অন্যদিকে আসানসোলে তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। আর প্রার্থী তালিকা ঘোষণা হতেই ময়দানে নেমে পড়লেন বাবুল।

দিদির ডাকেই আবার ফেরা

দিদির ডাকেই আবার ফেরা

আজ সোমবার দেওয়াল লিখলের মধ্যে দিয়ে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রচার শুরু করে দিলেন বাবুল সুপ্রিয়। আর তার আগে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বাবুল বলেন, আমি দিদির কাছে কৃতজ্ঞ। একেবারে রাজনীতি থেকে সরে এসেছিলাম। কিন্তু দিদির ডাকেই আবার ফেরা। আমি ওনার কাছে কৃতঞ্জ। সবার সঙ্গে মিলে মিশে কাজ করব বলে জানান বাবুল। শুধু তাই নয়, দিদির অনুপ্রেরণায় কাজ করবেন বলেও জানিয়েছেন তিনি। বাবুলের মতে, যেভাবে করতে বলেছেন সেভাবেই করব।

ফের একবার বিজেপিকে আক্রমণ শানান বাবুল

ফের একবার বিজেপিকে আক্রমণ শানান বাবুল

অন্যদিকে এদিন ফের একবার বিজেপিকে আক্রমণ শানান বাবুল। একদিকে কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগেন অন্যদিকে নাম করে দিলীপ ঘোষকে আক্রমণ শানান প্রাক্তন এই কেন্দ্রীয় নেতা। তোপ দাগেন তথাগত রায়ের বিরুদ্ধে। বলেন, এটা সত্যি যে আমি মন্ত্রী ছিলাম। এটা তো বদলানো যাবে না। কিন্তু মনে হয়েছে বাংলাকে অপমান করা হচ্ছে। কেন পূর্ণমন্ত্রী করা হল তা নিয়েও প্রশ্ন বাবুলের। এমনকি তাঁকে ব্যবহার করা হয়েছে বলেও মন্তব্য তাঁর। বাবুলের দাবি, মন্ত্রীত্ব থেকে অন্যায় ভাবে সরিয়ে দেওয়া হয়েছে। ইউজ এন্ড থ্রো করা হয়েছে। আর সেই কারণেই সরিয়ে এসেছি।

বহিরাগত ইস্যুতে কি বললেন বাবুল?

বহিরাগত ইস্যুতে কি বললেন বাবুল?

অন্যদিকে আসানসোলে শত্রুঘ্ন সিনহার নাম ঘোষণা হতেই বহিরাগত ইস্যুতে সরব বিজেপি। কাউকে পাচ্ছে না বলেও অভিযোগ পালটা অভিযোগ শুরু হয়েছে। এই অবস্থায় মুখ খুলেছেন বাবুল সুপ্রিয়। তাঁর মতে, আমিও কেন্দ্রীয় মন্ত্রীর পদ ছেড়েছি শত্রুঘ্ন সিনহাও ছেড়েছেন। কিন্তু এর বাইরেও তো একটা পরিচিতি আছে। ভারত হোক কিংবা বিদেশ, সব জায়গাতেই শত্রুঘ্ন সিনহাকে মানুষ চেনে বলে মন্তব্য বাবুলের। শুধু তাই নয়, রবিবার দীর্ঘক্ষণ শত্রুঘ্ন সিনহার সঙ্গে ফোনালাপ হয়েছে বলেও জানিয়েছেন তিনি। একাধিক বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন বাবুল।

বিজেপির সাহসী মানুষকে ব্যবহার করছে!

বিজেপির সাহসী মানুষকে ব্যবহার করছে!

বাবুল নিজেকে সাহসী মানুষ বলে এদিন দাবি করেন। বলেন, দিদি দুজন সাহসী মানুষকে দাঁড় করিয়েছেন। অন্যদিকে দিলীপ ঘোষকে আক্রমণ করে বলেন, রাজনীতিতে আমার থেকে অনেক জুনিয়র। শুধু তাই নয়, একটা সময় পর্যন্ত উনি মিথ্যা কথা বলতেন বলেও তোপ বাবুলের। খড়গপুরে আগে সাধারণ মানুষকে নিয়ে হেঁটে দেখান চ্যালেঞ্জ তৃণমূল নেতার। পাশাপাশি এই উপনির্বাচনে তৃণমূল জিতবে বলেও আশা রাখেন বাবুল।

English summary
Babul Supriyo claims BJP used him and thrown after BJP claims Shatrughan Sinha outsider
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X