
শহরে পুজো কার্নিভাল, এড়িয়ে চলুন শহরের এই রাস্তাগুলি
শেষ পর্যায়ে দুর্গাপুজো। শহরে আজ সাজো সাজো রব। রেড রোড সেজে উঠেছে পুজো কার্নিভাল ঘিরে। তার জেরে আজ শহরের একাধিক রাস্তায় চলছে যান নিয়ন্ত্রণ। রাস্তায় বেরোনোর আগে জেনে নিন শহরের কোন কোন রাস্তা বন্ধ থাকছে রাত পর্যন্ত। বিশেষ করে মধ্য কলকাতার একাধিক রাস্তা বন্ধ থাকছে। তবে তার বিকল্প হিসেবে একাধিক রুট তৈরি করেছে কলকাতা ট্রাফিক পুলিশ।

শহরে পুজো কার্নিভাল
শহরে পুজো শেষের প্রস্তুতি। রেড রোডে ২ বছর পর ফের আয়োজন করা হয়েছে পুজো কার্নিভালের। রেড রোড জুড়ে এখন চরম ব্যস্ততা। তার মাঝেই আবার লক্ষ্মীপুজোর বাজার। কাজেই কড়া িনরাপত্তা মুড়ে ফেলা হয়েছে রেডরোড। ৯৫টি পুজো কমিটি এবার অংশ নিচ্ছে পুজো কার্নিভালে। থাকছে ২০ হাজার দর্শক। তার সঙ্গে বিেশষ অতিথি হিসেবে থাকছেন ইউনেস্কোর প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে এক আসনে থাকবেন তাঁরা। সেকারণে মূল মঞ্চ ঘিরেও কড়া নজরদারির আয়োজন করা হয়েছে।

কোন কোন রাস্তা বন্ধ
পুজো কার্নিভালের জন্য শহরের একাধিক রাস্তা বন্ধ থাকছে। বিশেষ করে মধ্য কলকাতার একাধিক রাস্তা বন্ধ রয়েছে। কাজেই বাড়ি থেকে বেরোনোর আগে কোন কোন পথ এড়িয়ে চলবেন সেটা একবার দেখে নিন। বিকেলে ৪টে থেকে শুরু হবে কার্নিভাল। চলবে প্রায় রাত পর্যন্ত। সেকারণে বিশেষ ব্যবস্থা করা হয়েছে মধ্য কলকাতার যান চলাচলে। উত্তরমুখী হসপিটাল রোড,খিদিরপুর রোড, রেড রোড, ক্যুইন্স ওয়ে,পশ্চিমমুখী মেয়ো রোড একেবারেই বন্ধ থাকবে।

বিকল্প রাস্তা কোনগুলি
মধ্য কলকাতার একাধিক রাস্তা বন্ধ থাকার কারণে বিকল্প রাস্তা হিসেবে একাধিক রাস্তা খুলে দেওয়া হয়েছে।
বিকল্প রাস্তা হিসেবে যে রাস্তা গুলি খোলা থাকছে তার মধ্যে রয়েছে জওহরলাল নেহরু রোড, এসপি মুখার্জি রোড
আশুতোষ মুখার্জি রোড, ডি এল খান রোড। আজ মধ্য কলকাতায় যাতায়াত করতে হলে এই রাস্তাগুলি দিয়ে যাতায়াত করতে হবে। এমনই জানিয়েছেন কলকাতা ট্রাফিক পুলিশের আধিকারীকরা। ইতিমধ্যেই পুজো কার্নিভালের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রতিমা িনয়ে পুজো কমিটি গুলে জমায়েত করতে শুরু করে দিয়েছেন রেডরোডে।

৯৫টি পুজো কমিটি থাকছে কার্নিভালে
এবারের পুজো কার্নিভাল একটু বিশেষ। ৯৫টি পুজো কমিটি অংশ নিচ্ছে এই কার্নিভালে। বিশেষ নাচের অনুষ্ঠান করবেন সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়ের গ্রুপ। গতকাল রেডরোডে তার রিহার্সাল দিতে দেখা গিয়েছিল তাঁকে। কলকাতা পুলিশেরই শুধু মাত্র ৮১টি পুজো কমিটি অংশ নিচ্ছে কার্নিভালে। মুহূর্তে শেষ হয়ে গিয়েছে ২০ হাজার আমন্ত্রণ পত্র।