For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সায়গলের ৪৯টি সম্পত্তির ডিডে অনুব্রত ও তাঁর আত্মীয়দের নাম, সিবিআইয়ের চার্জশিট চাপ বাড়ল কেষ্টর

সায়গলের ৪৯টি সম্পত্তির ডিডে অনুব্রত ও তাঁর আত্মীয়দের নাম, সিবিআইয়ের চার্জশিট চাপ বাড়ল কেষ্টর

Google Oneindia Bengali News

গরুপাচার কাণ্ডের তদন্তে জাল গোটাচ্ছে সিবিআই। আসানসোলে গরুপাচার কাণ্ডের সাপ্লিমেন্টারি চার্জশিয়ে অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর নাম উল্লেখ করেছে সিবিআই। সেই সঙ্গে আরও চাপ বাড়িয়ে সায়গলের ৪৫টি সম্পত্তির ডিডে অনুব্রত মণ্ডল এবং তাঁর আত্মীয়দের নাম রয়েছে বলে চার্জশিটে উল্লেক করা হয়েছে। এই চার্জশিটের পর িনঃসন্দেহে চাপ বাড়বে কেষ্টর।

সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ

সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ

অবশেষে আসানসোলে সিবিআই আদালতে গরুপাচার কাণ্ডের তদন্তে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল সিবিআই। তাতে অুনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেেনর নাম উল্লেখ করা হয়েছে। তাছাড়া বিকাশ মিশ্রর ভাইয়ের নামও রয়েছে সিবিআইয়ের চার্জশিটে। সায়গল হোসেেনর ১০০ কোটি টাকার সম্পত্তির তথ্য দেওয়া হয়েছে। সাপ্লিমেন্টারি চার্জশিটে চাপ বেড়েছে অনুব্রতর তাতে কোনো সন্দেহ নেই।

সায়গলের সম্পত্তির ডিডে অনুব্রত মণ্ডলের নাম

সায়গলের সম্পত্তির ডিডে অনুব্রত মণ্ডলের নাম

অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতারের পর একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। সায়গলের বিপুল সম্পত্তির হিসেব পেয়েছেন তাঁরা। তার মধ্যে ৪৯টি সম্পত্তি ডিডে অনুব্রত মণ্ডল এবং তাঁর আত্মীয়দের নাম রয়েছে। তাতেই চাপ বেড়েছে কেষ্টর। কারণ কেষ্টর সম্পত্তির হিসেব এখনো প্রকাশ করেিন সিবিআই। এদিকে আজই তাঁকে হাজিরা দিতে বলেছে সিবিআই। তার আগে সায়গলের সম্পত্তির এই চাঞ্চল্যকর তথ্য চাপ বাড়াবে তাতে কোনও সন্দেহ নেই।

এসএসকেমে স্বাস্থ্য পরীক্ষা

এসএসকেমে স্বাস্থ্য পরীক্ষা

এদিকে এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করাবেন বলে আজ সিবিআই হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। দুপুর ১২টার মধ্যেই তিনি এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান তিনি। তাঁর জন্য ২১৬ নম্বর কেবিন তৈরি রাখা হয়েছিল উডবার্ন ওয়ার্ডে। সেখানেই তাঁর স্বাস্থ্যপরীক্ষা করেন সাত সদস্যের মেডিকেল বোর্ড। কিন্তু স্বাস্থ্য পরীক্ষার পর মেডিকেল বোর্ড এক প্রকার ক্লিনচিট দিয়েছে অনুব্রত মণ্ডলকে।

আজই হাজিরার িনর্দেশ

আজই হাজিরার িনর্দেশ

অনুব্রত মণ্ডলের হাজিরা এড়ােনার আবেদনে সাড়া দিতে নারাজ। তার মােঝই আবার অনুব্রত মণ্ডলকে কড়া চিঠি পাঠিয়েছে সিবিআই। গরুপাচার কাণ্ডের তদন্তে আজই তাঁকে িনজাম প্যালেসে হাজিরা দিতে হবে। কড়া চিঠি পাঠিয়েছে সিবিআই। িনজাম প্যালেসে সকাল থেকেই তৎপরতা বেশি। পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার কি অনুব্রত মণ্ডলকে টার্গেট করে এগোচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

কার কার নাম রয়েছে চার্জশিটে

কার কার নাম রয়েছে চার্জশিটে

আসানসোলে সিবিআই আদালতে এই নিয়ে পরপর তিনটি চার্জশিট জমা দিয়েছে সিবিআই। প্রথম চার্জশিটে নাম ছিল বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমারের। তার পরের চার্জশিটে এনামুল হকের নাম উল্লেখ করা হয়। এবার তিন জনের নাম উল্লেখ করা হয়েছে। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন, বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র এবং আবদুল লতিফ। তার মধ্যে সায়গলকে গ্রেফতার করেছে সিবিআই। কিন্তু আবদুল লতিফকে এখনো গ্রেফতার করা যায়নি। এই আবদুল লতিফকে গ্রেফতার করতে পারলে আরও অনেক জট খুলে যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।

ফুলে-ফেঁপে উঠছে তৃণমূল নেতাদের সম্পত্তি, ববি-মদন-অর্জুন সহ ১৯ হেভিওয়েটের তালিকা দিয়ে হাইকোর্টে মামলাফুলে-ফেঁপে উঠছে তৃণমূল নেতাদের সম্পত্তি, ববি-মদন-অর্জুন সহ ১৯ হেভিওয়েটের তালিকা দিয়ে হাইকোর্টে মামলা

English summary
CBI today file Suplimentary Chargesheet of Cow smugling case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X