For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খেলা-ধূলার অভিনব মহা উৎসব, স্পোর্টস কার্নিভালে মাততে তৈরি সোনারপুর

কার্নিভাল মানে উৎসব। তাই খেলা-ধূলোর এমন এক জমজমাট আয়োজনকে উৎসবে পরিবর্তন করেছেন অল বেঙ্গল অ্য়ান্ড স্পোর্টস কার্নিভাল-এর আয়োজকরা।

Google Oneindia Bengali News

দশটিরও বেশি ক্রীড়া প্রতিযোগিতা। অংশগ্রহণে অন্তত কয়েক হাজার ক্রীড়াবিদ। চার দিন-ধরে খেলার এমনই এক মহা উৎসব শুরু হচ্ছে সোনারপুর-রাজপুর পুরসভার অন্তর্গত কামালগাজির নেতাজি স্পোর্টস কমপ্লেক্সে। শুধুমাত্র খেলা-ধূলা-কে কেন্দ্র করে এমন এক স্পোর্টস কার্নিভাল অত্যন্ত অভিনব। শুধু এই রাজ্য নয় দেশের অন্য কোনও প্রান্তে এমন স্পোর্টস কার্নিভাল হয় কি না তা কারোরই জানা নেই।

খেলা-ধূলার অভিনব মহা উৎসব, স্পোর্টস কার্নিভালে মাততে তৈরি সোনারপুর

এবার এই স্পোর্টস কার্নিভাল চতুর্থ বর্ষে। মূলত স্থানীয় বিধায়ক ফিরদৌসী বেগম উদ্যোগ এবং নজরুল আলি মণ্ডলের নিরলস পরিশ্রমে এই স্পোর্টস কার্নিভাল শুরু হয়েছিল। এখন তা হরে-দরে অনেকটা বিস্তার পেয়েছে।

খেলা-ধূলার অভিনব মহা উৎসব, স্পোর্টস কার্নিভালে মাততে তৈরি সোনারপুর

কার্নিভাল মানে উৎসব। তাই খেলা-ধূলোর এমন এক জমজমাট আয়োজনকে উৎসবে পরিবর্তন করেছেন অল বেঙ্গল অ্য়ান্ড স্পোর্টস কার্নিভাল-এর আয়োজকরা। কার্নিভাল-এ যেমন বর্ণাঢ্য শোভাযাত্রা থাকে, যেখানে রঙীন সব সাজ-পোশাকে মানুষ মেতে ওঠেন, থাকে নানা রকমের বাদ্য থেকে বিভিন্ন সব সুদৃশ্য সব ট্যাবলো। অল বেঙ্গল অ্য়ান্ড স্পোর্টস কার্নিভাল-এ থাকছে তেমনই আয়োজন। ৩০ জানুয়ারি বিকেল বেলায় গড়িয়ায় এই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে। শেষ হবে কামালগাজির নেতাজি স্পোর্টস কমপ্লেক্সে। কার্নিভালে উপস্থিত থাকবেন খোদ এলাকার বিধায়িকা ফিরদৌসী বেগম।

খেলা-ধূলার অভিনব মহা উৎসব, স্পোর্টস কার্নিভালে মাততে তৈরি সোনারপুর

অভিনব এই স্পোর্টস কার্নিভালের অবশ্য আনুষ্ঠানিক উদ্বোধন ৩১ জানুয়ারির সন্ধ্যায়। যদিও, ওই দিন সকাল থেকেই স্পোর্টস কার্নিভালের প্রতিযোগিতাগুলো শুরু হয়ে যাচ্ছে। ৪ দিনের এই স্পোর্টস কার্নিভাল-এ থাকছে ফুটবল, খো-খো থেকে শুরু করে সাঁতার, ভলিবল, ক্রিকেট, ওয়াটার পোলো, কাবাডি, ব্রিজ-এর মতো খেলা। এতে রাজ্য ও জাতীয় স্তরের প্রতিযোগীরা সব অংশ নিচ্ছেন।

খেলা-ধূলার অভিনব মহা উৎসব, স্পোর্টস কার্নিভালে মাততে তৈরি সোনারপুর

এবার এই স্পোর্টস কার্নিভাল-এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে রাজ্য কবাডি ও খো-খো প্রতিযোগিতাকেও। যা এবারের অল বেঙ্গল গেমস অ্যান্ড স্পোর্টস কার্নিভাল-এর অন্যতম আকর্ষণ। মূলত ছেলে-মেয়েদের খেলা-ধূলার প্রতি উৎসাহ জোগাতে এবং আগ্রহ তৈরি করতে এমন অভিনব স্পোর্টয়স কার্নিভাল-এর যাত্রা শুরু হয়েছিল। উৎসব-এর বহু ধরণ আছে। সেখানে খেলা-ধূলা-কে ঘিরে এমন বর্নাঢ্য এবং রঙীন উৎসব সোনারপুর-রাজপুর পুরসভার বাসিন্দাদের মধ্যে এক উন্মাদনা তৈরি করেছে।

খেলা-ধূলার অভিনব মহা উৎসব, স্পোর্টস কার্নিভালে মাততে তৈরি সোনারপুর

এমনকী এমন অভিনব আয়োজনে দেশের ক্রীড়ামহলেও এখন যথেষ্টই পরিচিতি পেয়েছে অল বেঙ্গল গেমস অ্যান্ড স্পোর্টস কার্নিভাল। খেলা-ধূলা-কে অবহেলা করাটা এই সময়ের সমাজ জীবনের অভ্য়াসে পরিণত হয়েছে। স্পোর্টস কার্নিভাল সমাজের এই ভুল ধারণাকে ভাঙতে সমর্থ হবে বলেই আশা আয়োজকদের। এবারের স্পোর্টস কার্নিভালে বাড়তি আকর্ষণ পিঠে-পুলি উৎসব। তাই খেলা আর রসনার মিশ্রণে আগামী কয়েক দিন মেতে থাকতে চলে যেতে পারেন কামালগাজির নেতাজি স্পোর্টস কমপ্লেক্সে।

English summary
This kind of sport carnival have never been observed by the others part pf the state except Sonarpur-Rajpur Municipality. This year The All Bengal Games and Sports Carnival has entered into 4 years.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X