For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্টেশনে ট্রেন দেরিতে আসার জের! হাওড়ায় ব্যাপক ভাঙচুর যাত্রীদের

হাওড়ায় স্টেশন ম্যানেজারের ঘর এবং ভিআইপি লাউঞ্জে ভাঙচুর যাত্রীদের। লোকাল ট্রেন নির্ধারিত সময়ের থেকে অনেকটাই দেরিতে চলার জেরে এই ভাঙচুর বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

হাওড়ায় স্টেশন ম্যানেজারের ঘর এবং ভিআইপি লাউঞ্জে ভাঙচুর যাত্রীদের। লোকাল ট্রেন নির্ধারিত সময়ের থেকে অনেকটাই দেরিতে চলার জেরে এই ভাঙচুর বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বেশ কয়েকজন পুলিশকর্মীও আহত হয়েছেন বলে দাবি জিআরপির। এদিকে রেলের সম্পত্তি ভাঙচুরে যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্টেশনে ট্রেন দেরিতে আসার জের! হাওড়ায় ব্যাপক ভাঙচুর যাত্রীদের

স্টেশন সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত বেলা ১১.২০-র আশপাশের সময়ে। এই সময়েই প্রায় ৪৫ মিনিট দেরিতে ঢোকে আরামবাগ লোকাল। ওই ট্রেনটিই ব্যান্ডেল লোক্যাল হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ট্রেন ঠিক সময়ে না পৌঁছনোয় ব্যান্ডেল লোকাল ছাড়তে দেরি হয়ে যায়। অভিযোগ, ডাউন আরামবাগ লোকাল স্টেশনে ঢুকতেই গার্ডের ওপর হামলা করেন স্টেশনে অপেক্ষারত যাত্রীরা। এরপরেই হামলা চলে স্টেশন ম্যানেজারের ঘরে।

মুহূর্তে রণক্ষেত্র হয়ে ওঠে হাওড়া স্টেশনের ভিতর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা নেয় আরপিএফ। কিন্তু যাত্রী বিক্ষোভের জেরে পুলিশকর্মীদের পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। এই সময় পাঁচ যাত্রীকে গ্রেফতার করে পুলিশ।

যাত্রীদের অভিযোগ শুধু এদিন নয়, গত কয়েকমাস ধরে একাধিক লোকাল ট্রেন দেরিতে চলছে। ফরে দীর্ঘদিন ধরে পুঞ্জিভূত ক্ষোভের ফলেই ভাঙচুর, সাফাই দিয়েছেন বিক্ষোভফরত যাত্রীরা।

English summary
Agitated passengers vandalises Howrah station Managers office and VIP lounge
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X