For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পান্ডা পেটানোর পর যেখানে বাধা সেখানে পাল্টা মারের তত্ত্ব দিলীপের, ফের হুঙ্কার

একদিন আগেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন- ‘এতদিন গুন্ডাদের পিটিয়েছি, এবার পান্ডাদের পেটাব।’ শনিবার তিনি সাফ জানালেন, যেখানে বাধা, সেখানে পাল্টা মার দিচ্ছি।

  • |
Google Oneindia Bengali News

একদিন আগেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন- 'এতদিন গুন্ডাদের পিটিয়েছি, এবার পান্ডাদের পেটাব।' শনিবার তিনি সাফ জানালেন, যেখানে বাধা, সেখানে পাল্টা মার দিচ্ছি। যেখানে আবার বাধা আসবে, সেখানেও পাল্টা মার দেব। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে বিজেপি রাজ্য সভাপতি হুঙ্কার ছাড়লেন তৃণমূলের উদ্দেশ্যে।

পান্ডা পেটানোর পর বাধা এলেই পাল্টা মারের তত্ত্ব দিলীপের

বিজেপি রাজ্য সভাপতির এই ধরনের উসকানিমূলক মন্তব্যের প্রতিবাদ করে ফিরহাদ হাকিম বলেন, বিজেপির পায়ের তলায় মাটি নেই বলেই ওসব কথা বলে বাজার গরম করার চেষ্টা চালাচ্ছে। মানুষ এইসব মারমুখী কথাবার্তার জবাব দেবে ভোট বাক্সে। এখন বিজেপি নেতারা তাঁদের কথাতেই স্পষ্ট করে দিচ্ছেন, মনোনয়ন পর্বে কারা সন্ত্রাস-হানাহানি চালিয়েছে।

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারির পরই মনোনয়ন নিয়ে উত্তাল হয়ে ওঠে রাজ্য। দিলীপবাবু তখনই হুঁশিয়ারি দিয়ে জানান, মারের বদলা মার দিতে হবে। তারপর মনোনয়ন পর্বে বাংলা দেখেছে হিংসা, সন্ত্রাস, হানাহানির ঘটনা। পঞ্চায়েতের প্রচারে এখন পান্ডা পেটানোর বার্তা দিচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি।

এদিন আবার যেখানেই বাধা, সেখানেই পাল্টা মারের হুঙ্কার ছাড়লেন। বিজেপি সভাপতি কাছ থেকে এই বার্তা পেয়ে ফিরহাদ হাকিম যেমন ভোট বাক্সে জবাব দেওয়ার কথা বললেন, তেমনই পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বললেন, এবার ১০০ শতাংশ আসনে জিতব আমরা। বিজেপি যত হিংসা-হানহানির কথা বলবে, ততই আমাদের বিজয় পথ প্রসারিত হবে।

English summary
Again BJP state president Dilip Ghosh threatens to TMC to beat when they interrupted to campaign in Panchayat Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X